দুঃখ (খোলা চিঠি)
দুঃখ (খোলা চিঠি)
শ্রী রাজু গরাই ১৯শে জুলাই ২০২৪
নীল: পশ্চিমগগন হইতে গোধূলির স্নিগ্ধ রোমাঞ্চকর আলো দক্ষিণে জানালার সম্মুখে এসে পড়েছে, তারই একপাশে ওধারে গয়লাদের মজে যাওয়া ডোবা, সেখানেই একদৃষ্টে অলকা দাঁড়িয়ে আপন মনে প্রকৃতির নিঃশব্দ রূপ অনুধাবন করছিল। আমি তার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটুকু দেখছিলেম, দেখি হাল্কা গোলাপি শালোয়ার কামিজের উপর দিয়ে বাঁ হাতে জানালার কাঁচ স্পর্শ করে রড ধরে আছে ডান হাত ঠিক তার উপরে। মাথার খোলা চুল হাওয়ার সাথে খেলতে খেলতে বুকের উপর ঝুলে পড়ছে যেন তার সখ্যতা কে অনায়াসে ধরা দিয়েছে নিখুঁত ভালোবাসায়। আমার আসা বোধহয় টের পেয়েছে, বুকের ওড়না ঠিক করতে করতে বলে ওঠে
অলকা: কখন এলে.....?
নীল: চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে.....
হ্যাঁ রে অলকা, আর কতদিন এভাবে চলবে বলতে পারিস? দিন দিন তোর দুষ্টামি বেড়েই চলেছে। থাকলেও বলিস নেই আর না থাকলে তো কথাই নেই, সারা বাড়ি মাথায় করে ঘুরছিস। রাত নেই দিন নেই- মানুষ গুলোর শুধু শুধু হয়রানি তোকে নিয়ে। পড়াশোনা তো লাটে তুলেছিল সেই কবে থেকেই, কলেজ...
শ্রী রাজু গরাই ১৯শে জুলাই ২০২৪
নীল: পশ্চিমগগন হইতে গোধূলির স্নিগ্ধ রোমাঞ্চকর আলো দক্ষিণে জানালার সম্মুখে এসে পড়েছে, তারই একপাশে ওধারে গয়লাদের মজে যাওয়া ডোবা, সেখানেই একদৃষ্টে অলকা দাঁড়িয়ে আপন মনে প্রকৃতির নিঃশব্দ রূপ অনুধাবন করছিল। আমি তার দাঁড়িয়ে থাকার ভঙ্গিটুকু দেখছিলেম, দেখি হাল্কা গোলাপি শালোয়ার কামিজের উপর দিয়ে বাঁ হাতে জানালার কাঁচ স্পর্শ করে রড ধরে আছে ডান হাত ঠিক তার উপরে। মাথার খোলা চুল হাওয়ার সাথে খেলতে খেলতে বুকের উপর ঝুলে পড়ছে যেন তার সখ্যতা কে অনায়াসে ধরা দিয়েছে নিখুঁত ভালোবাসায়। আমার আসা বোধহয় টের পেয়েছে, বুকের ওড়না ঠিক করতে করতে বলে ওঠে
অলকা: কখন এলে.....?
নীল: চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে.....
হ্যাঁ রে অলকা, আর কতদিন এভাবে চলবে বলতে পারিস? দিন দিন তোর দুষ্টামি বেড়েই চলেছে। থাকলেও বলিস নেই আর না থাকলে তো কথাই নেই, সারা বাড়ি মাথায় করে ঘুরছিস। রাত নেই দিন নেই- মানুষ গুলোর শুধু শুধু হয়রানি তোকে নিয়ে। পড়াশোনা তো লাটে তুলেছিল সেই কবে থেকেই, কলেজ...