...

4 views

নীলকন্ঠের চিরকুট
* প্রায় দু’মাস ধরে পরিত্যাক্ত বাড়িটা.... সে'ই সূর্যাস্তের পরে আর ফিরতে চায়নি মন  চারদেয়ালের বন্ধ অন্ধকারাচ্ছন্ন এই অচীন পৃথিবীতে।  তবুও ফেরা হলো আমার, জানিনা কেন বা কীসের অমোঘ টানে  !!
সকালে রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে প্রাতরাশ সেরে প্রবেশ করলাম বাড়ির মধ্যে, চারিদিক অগোছালো... দেখলাম ধুলো আর কিছু চড়ুই তাদের নিশ্চিত আস্তানা গড়েছে এখানে । প্রায় তিনটে বাজল সব সেরে খাওয়া দাওয়া করতে , ভীষণ ক্লান্ত হয়ে শরীরটা এলিয়ে দিলাম বিছানায়, ক্ষানিক ঢুলুঢুলু চোখ তবু দূরে বাগানে এক আশ্চর্য্যময়তা হঠাৎই  আমার দৃষ্টি আকর্ষণ করল, দেখলাম কোথাও সবুজের লেশমাত্র নেই, নেই কোনও  শ্যাওলার দল এই রুক্ষ মাটিতে বৈশাখের দাবদাহ শোষণ করেছে তার গভীর অন্তঃস্থল তবুও উৎফুল্লতায় পাপড়ি মেলেছে এক সুরম্য নীলকন্ঠ .....

* সবে সবে চাকরিতে জয়েন করেছি, বাড়িতে মা আর আমি,  বাবা গত হয়েছেন প্রায় তিন বছর হলো । এই রবিবার দিনটা আমার বেশ আলসেমিতেই কাটে, তার ওপর আজ বিকেল থেকেই বৃষ্টির ঢল নেমেছে .... মাঝে মাঝে লোডশেডিং, এই মনোরম সন্ধ্যায় রবীন্দ্রনাথ ছাড়া আর কিছুই মন চাইল না, তাই বরাবরের প্রিয় শেষের কবিতা নিয়ে বসলাম হ্যারিকেনের আলোয় । ক্ষণেক্ষণে বৃষ্টির হিমেল হাওয়া নাড়িয়ে দিয়ে যাচ্ছে আমার দোদুল্যমান রোম্যান্টিসিজম, মনে মনে আমিও তখন ছুঁয়েছি লাবণ্যের হাত যেন গভীর উন্মত্ততায় ছুটে চলেছি সে'ই পাহাড়িয়া পথের বাঁকে ...... এই প্রতীক্ষীত ঋর্ণার আয়নায় সে'ই অপূর্ব চাঁদ ও মেঘের অন্তরঙ্গতা আজ মায়াচ্ছন্ন নিস্তব্ধ আলোকে আমার হৃদভূমের উৎসুক দূর্বায় রেখে গেল প্রত্যশিত শবনম খোঁজ ..... যে শবনম রয়েছে অলক্ষ্যে নিভৃতে আমাল অন্তরালে, শুধু এ বহ্মচর্যের নিশি প্রহরান্তের অপেক্ষায়  !!!

* একগাছি সোনার বালায় মা আশীর্বাদ সারলেন, বললেন - " জানিস খোকা, তোর পছন্দের কোনও তুলনা হয়না, ঐ চাঁপারঙা হাতে বালা দুখানি যা মানিয়েছে না .... আর মুখ খানা যেন পানের ছাঁচ, ঠিক যেন দূগ্গা প্রতিমা । কেনাকাটা সব কমপ্লিট, তবু আমি শখ করে একটা নীল পাথরের নাকফুল এনেছি.... এই নীল রঙটা আমার খুব প্রিয়, আর এই নাকফুলে সে হবে আমার মনের সবুজ বনের সুরম্য নীলকন্ঠ, ভোরের আলোর স্নিগ্ধতা মেখে মুগ্ধতা লিখে যাবে চোখের পাতায় । আশ্চর্য্য ভাবে ওর নামটিও অপরাজীতা....

* দমকা বাতাসে থামল সানায়ের সুর, নিভে গেল আলো, ফিরে গেছে পরিব্রাজক যত ছিলো হঠাৎই সূর্যগ্রহণে..... ঝাঁকরা চুল উড়িয়ে এলো কালবেলার কালস্রোত ভাঙল গোপন চর শুধু রেখে গেলো নোনাজলে ভিজে চিরকুট  !! সময়টা ভীষণ অল্প ছিলো জানি, তবু আমি হন্যে হয়ে ঘুরেছি .... নাঃ ক্লান্ত হয়ে পড়িনি নাঃ তেষ্টা আমাকে জর্জরিত করেনি, ঘুম ছোঁয়নি আমার অতন্দ্র দু চোখ !! শুধু.. শুধু.. একবার যদি অক্সিজেনটা পেতাম আমি তবে ত'বে তোমার পরাজয় ঘোষণা হতো না আমি জানি  ...........

* তবে কী তুমিই অপরাজীতা, এই মৃত সবুজের বনে এ মৃত মাধবীলতার বনে এই কঠিন রুক্ষ মৃত্তিকা প্রান্তে উৎফুল্ল এক সুরম্য "নীলকন্ঠ" ....??  আবারও ফিরেছ শুধু আমাকে ভালোবেসে  !! আর সে'ই চিরকুটের লেখা প্রতিটা শব্দগুচ্ছ তবে কী এক অভাবনীয় কঠিন সত্য ......

        " তোমার মৃত সবুজ প্রান্তে তোমার মৃত মাধবীলতার বনে যেদিন হঠাৎই নীলকন্ঠ ফুটবে সেদিন চিনে নিও তুমি আমাকে, না ! হয়তো থাকবে না কন্ঠস্বর.... থাকবেনা কোনও মানবীর অবয়ব.... শুধু উৎফুল্ল হাসির নিটোল প্রেম তুমি বুঝে নিও .....!! চিনে নিও তোমার পরাজিত এক অপরাজীতাকে....."
আজ সত্যিই বৈশাখী দহন আমার ভিতরে ও বাহিরে, সমস্ত সবুজ ভুলেছে শিকড়ের টান .... শুধুই ভোলোনি আজও তুমি আমাকে ।

-------------------------------------------------------
                                 -   সমাপ্ত ।