...

2 views

মোবাইল
বাচ্চা খেতে না চাইলে হাতে ধরিয়ে দিচ্ছেন মোবাইল| নিজের ছোট্ট বাচ্চাটিকে একটু ভালোবেসে খাওয়াতে পারেন না? আমার মনে হয় যদি বেশি টাকা থাকে, তাহলে বাড়িতে একটা কাজের লোক রাখুন কাজ করার জন্য| কিন্তু নিজের বাচ্চাকে নিয়ে সময় কাটান, খেলা করুন| মনে রাখবেন, একজন বাচ্চা কিন্তু মোবাইল বোঝে, মোবাইল কিন্তু বাচ্চা বোঝে না|

আমরা প্রত্যেকেই জানি দৈনন্দিন জীবন যাত্রায় মোবাইলটা প্রয়োজন| কিন্তু একজন বাচ্চার জন্য তো, ইদানিং পড়াশোনা ছাড়া মোবাইলের কোনো প্রয়োজন নেই| এখন একজন দুই বছরের বাচ্চা মোবাইল ছাড়া কিছুই খেতে চায় না| শিশুর এই খারাপ অভ্যাসের জন্য দায়ী কিন্তু একমাত্র বাবা মা|

ছোট্ট বাচ্চার মধ্যে অনেক ধরনের সমস্যা দেখা যায়, তার মধ্যে বেশিরভাগ শারীরিক ও মানসিক সমস্যার কারণ মোবাইল, যা অভিভাবকরা বুঝতে চান না| এখনকার বাচ্চারা মোবাইলে এত আসক্ত হয়ে পড়ছে যে, বাবা মা যদি সারাদিন বাচ্চার হাতে মোবাইল ধরিয়ে বাইরে চলে যায়, সেই বাচ্চা শুধু বাবা মা নয় খিদেও ভুলে যাবে|

আমাদের বড়োদেরই মোবাইলেরই জন্য কত সমস্যা দেখা দেয় কিন্তু আমরা মোবাইলকে কোনোভাবেই দায়ী করি না| কারণ আমরা সবকিছু...