কেন এক্সপ্রেস ট্রেনে চড়তে আমার ভালো লাগে
এক্সপ্রেস ট্রেনে চড়তে আমার ভীষণ ভালো লাগে। এর পিছনে বহু কারণ আছে।
প্রথমত: এক্সপ্রেস ট্রেন বা দূরপাল্লার ট্রেন নির্দিষ্ট কিছু স্টেশনে থামে; সব স্টেশনে নয়। এই যে যখন অন্যান্য স্টেশনের উপর দিয়ে ট্রেন ঝড়ের গতিতে চলে যায় ওই সময়ে আমার কেমন একটা অহংকার-অহংকার ভাব লাগে। এই ভেবে যে, স্টেশনের সব লোক দেখছে কী একটা ট্রেন ঝড়ের গতিতে ছুটে চলে যাচ্ছে আমাদের পাত্তা না দিয়ে। আর ঐ স্টেশন পার করার সময় ড্রাইভার সাহেব ক্রমাগত হন দিতে থাকেন। তো সেই একরকম শিস্ বাজিয়ে বাজিয়ে সাইক্লোনের গতিতে এগিয়ে যাওয়া.... এটা আমার বেশ লাগে।
দ্বিতীয়ত: যখন কোনো ধীর গতির ট্রেন বা লোকাল ট্রেনের...
প্রথমত: এক্সপ্রেস ট্রেন বা দূরপাল্লার ট্রেন নির্দিষ্ট কিছু স্টেশনে থামে; সব স্টেশনে নয়। এই যে যখন অন্যান্য স্টেশনের উপর দিয়ে ট্রেন ঝড়ের গতিতে চলে যায় ওই সময়ে আমার কেমন একটা অহংকার-অহংকার ভাব লাগে। এই ভেবে যে, স্টেশনের সব লোক দেখছে কী একটা ট্রেন ঝড়ের গতিতে ছুটে চলে যাচ্ছে আমাদের পাত্তা না দিয়ে। আর ঐ স্টেশন পার করার সময় ড্রাইভার সাহেব ক্রমাগত হন দিতে থাকেন। তো সেই একরকম শিস্ বাজিয়ে বাজিয়ে সাইক্লোনের গতিতে এগিয়ে যাওয়া.... এটা আমার বেশ লাগে।
দ্বিতীয়ত: যখন কোনো ধীর গতির ট্রেন বা লোকাল ট্রেনের...