...

4 views

আমি এক ভিন্ন
যখন আমি জীবনের এক অধ্যায়ে দাড়িয়ে, যখন আমার চারপাশে শুধুই নিস্তব্ধ আর নিঃসঙ্গতার অভাব, তখন শুধু আমার আত্তনিযুক্ত মনের ভাবনা শুধুই আমাকে তাড়িয়ে দেয় ধূসর এই মরুভূমির এক বালুময় পাহাড়,আমাকে যন্ত্রণার এক শিখরে পৌছায়, তখন অকৃত্রিম মনের ভাবনা শুধুই আমাকে জাগিয়ে তুলে নতুন এক চেতনা শক্তিতে যাহা এক বাস্তবতা বঠে।
তখন আমার মনের অভিপ্রায় ভাবনা গুলো, আমি ভাবি আমি কোন মহৎ ব্যক্তি নয় কিন্তুু আমাকে বেঁচে থাকার জন্য এক ভিন্ন হতে হবে আমাতে আমাকে বুঝতে হবে, আমি কতটুকু কর্মট হতে পারব, তা আমাকে বিশ্বাস যোগ্য করে তুলতে হবে, মানব জীবনে এক প্রতিটি ভিন্ন সময় আসবে আমাকে তাহা মেনে নিতে হবে সেটাই বাস্তবতা, তার জন্য আমাকে সর্বদাই নিজের মনোবল বৃদ্ধি করত হবে।
পৃথিবীর বুকে মহাকাশ থেকে বহু উল্কাপিন্ড চুটে আসে তাই বলে কি পৃথিবী তাহা উপরে পেলে না, পৃথিবী তাহা সাদরে গ্রহন করে, ঠিক তেমনই এক অভিন্ন মানব জীবন।আমি হারব কিন্তুু ভয় পাব না যুদ্ধে এগিয়ে যাওয়া এক বীরত্ব সেটা আমাকে মানতে হবে।যুদ্ধে হারতে হারতে এক মনোবল ভেঙে ফেলাটা হারিয়ে যাওয়া আর কর্মট হওয়া জয় লাভ করা, এজন্য আমাকে ভিন্ন হতে হবে।
© Pk