...

23 views

꧁༺তুতেনখামেনের পুনর্জন্ম ༻꧂
回তুতেনখামেনের পুনর্জন্ম 回

𓅓 𓅔 𓅓 𓅔 𓅓 𓅔 𓅓 𓅔 

𓁢 𓁣 𓁤 𓁥 𓁦 𓁧𓄾 𓄿 𓅀 𓅁
𓁚 𓁛𓁝 𓁞 𓁟 𓁠 𓁡

--------------পাঁচহাজার বছর আগে জন্ম আমার বিস্তর মরুভূমির দেশে, যেখানে নেত্র হতে বাহির হওয়া অশ্রু বিন্দু ও শুকিয়ে যায় অজস্র বালিকা কনার মধ্যে পরার ঠিক আগের মুহূর্তে.
রাজবংশীয় পরিবারে জন্ম আমার. আমার জম্মদাতা পিতা 'আখেনাতেন' ছিলেন এই রাজবংশের অষ্টাদশ ফারাও. আট সন্তান ছিল পিতা 'আখেনাতেন' আমাকে নিয়ে নয়
জন. 𓅃𓃒𓂡𓏏𓅱𓏏𓄟𓋴𓏏𓅱𓏪𓊁 

"-------স্মেনখারে, মেরিতাতেন, মেকেতাতেন, আঙ্খেসেনামুন, নেফারনেফারেতন তাসেরি,
নেফারনেফারুর, সেতপেনরা, আঙ্খেসেনপাতেন তাসেরি,  ছিল পিতা আখেনাতেন এর সন্তান. অবশেষে আমি
'তুতেনখ - আমেন-আমন'বা"তুতানখামেন"যার অর্থ হল "আতেনের" জীবন্ত ছবি. আমার আসল নাম ছিল "তুতানখাতুন" যার অর্থ "আতেনের"--- জীবন্ত ছবি. 𓁮 𓁯 𓁰 𓁱 𓁲 𓁳        

                          

              
                      (ওসাইরিস)
            𓅴 𓅵  𓅴 𓅵 𓅴 𓅵  𓅴 
    
ওসাইরিস ছিল জীবন, মৃত্যু এবং ঊর্বরতার দেবতা। দেবতা গেব এবং আকাশের দেবী নুটের পুত্র . মৃত্যুর পর আত্মা ওসাইরিস
অধীনে থাকতো.

----------দীর্ঘ সতেরো বছর শাসন করার পর পিতা 'আখেনাতেন'একদিন মারা গেলেন.
আমাদের মৃত্যুর পর দেহকে সমাধিস্থ করার নিয়ম ছিল. পিতা ----'আখেনাতেন' এর সমাধি করা ছিল আগে থেকেই, নিজের তত্ত্বাবধানে তিনি এই পিরামিড তৈরীর কাজটি সম্পাদন করেছিলেন. 𓁀 𓁀 𓁀 
°``_আমরা বিশ্বাস করতাম মৃত্যুর পর আত্মার  মৃত্যু হয়না,এক নতুন জীবনে প্রারম্ভ
ঘটে.


𓅉𓍞𓈍𓏥𓊃𓊵𓏏𓊪𓊹𓊹𓊹𓋾𓈎𓏛𓁦𓋴𓊵𓏏𓊪𓊹𓊹𓊹𓅱𓍿𓊃𓍞𓈍𓏥𓇋𓏏𓆑𓀯𓆑𓁛𓍞𓈍𓏥𓋭𓊃𓇾𓇾𓅓.
   

------------পিতাকে সমাধিতো করার পর,  মাত্র আট বছর বয়সে আমাকে ধর্মীয় নীতি মেনে ফারাউ এর মর্যাদা দেয়া হলো. 
 
𓇓𓆤 𓍹𓇳𓆣𓏥𓎟 সেই  সুদূর বিস্তীর্ণ মরু প্রান্তর এর  একমাত্র অধিকর্তা তখন আমি.যখন আমার খেলা- ধুলা করার বয়স তখন আমাকে দেওয়া হলো রাজ্যভার, তখন আমি কি বা জানি কীভাবে একটা রাজ্য চালাতে হয়.

'-------ঐটুকু বয়সে আমাকে ভারী- ভারী বস্ত্র ও সোনা দিয়ে আবৃত অলংকার পড়ানো হলো, আমার মস্তক হইতে সমস্ত কেস বর্জন করা হলো. 
____এইভাবে, এইরূপ বস্ত্র -এ,  ও এইরূপ সাজ পোশাকে  কাটানোর কথা ছিল সারাটা জীবন.
এভাবেই হয়তো কেটে যেত আমার জিবন যদিনা আমাকে বিবাহ দেয়া হতো বোন "আনখেসেনামুনের" সঙ্গে.
...