...

4 views

জীবনের অধ্যায় ,,,, (part 2)
আজ মনে মনে কত কিছু ই না ভাবি, কারণ ভাবার ত কোন শেষ নেই,
যখন ভাবনায় পড়তে তখন সারাবিশ্ব ভাবনায় ডুবো।
যাক এগুলো ত জীবনের এক একটা অধ্যায় এর অংশ আমার বুঝতে আর দেরি হলো না,তবুও অনেক কিছু ভাবনায় আমি ভিভূর,আমি ভাবতেছি আমার জীবনের খানিক কিছু মুহূর্তের কতা,তা সত্যি বাস্তবতা
আজ সেগুলো বড্ড তাড়া করে বেড়ায়,
আজ আর ভালোবাসা সম্পর্কে আমার কোন ধারণা নেই যা হারিয়ে গেছে গত সময়ে তা আর এখন আমার ভাবনায় আসে না, শুধু সৃতি গুলো তাড়া দেয় আমি জানি না। আজ মনে পড়ে গেল আমার সেই বিখ্যাত একটি প্রবাধের কতা, যখন অভাব এসে দুয়ারে তাড়া দেয়, তখন ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায়, তা সত্যি ই বাস্তবতা আমার বুঝতে আর আমার দেরী নয়, তখন হয়তোবা সত্যি কার অর্থে সেই মানুষ গুলোকে চেনা যায়, যখন তারা আবছা অন্ধকারে নিজেকে লুকিয়ে রাখে, আবার সামনে আসে নিজের স্বার্থপরতা নিয়ে তা চিনতে হয়তো আর দেরী হয় না। আজ আর অভাব তাড়া দেয় না, আজ সময়ে তার শিক্ষা দেয়, হয়তোবা সেটা আমি গ্রহন করলাম। আজ হয়তোবা সেটাই বাস্তবতা আমার জানা নাই, শুধু হয়তোবা লিখতে গিয়ে মনে পড়ে গেল সেই ভাবনার কতা।


"আমার প্রিয় পাঠক বন্ধুরা,"

পি,কে,,,,,,,,,,,,,
আমার ব্যক্তিগত জীবনের একটা অধ্যায় জানি না আপনাদের কাছে কেমন লাগল, ভূল ত্রুটি ক্ষমা করে দিবেন।


© Pk