১ মে=‘মান্না ডে’ (শেষ পর্ব)
(পূর্ব প্রকাশিতের পর)
গৌরীপ্রসন্ন মজুমদার মান্না দে-কে অমর করে রেখেছেন তাঁর লেখা 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই' গানের মাধ্যমে। এই গানেই সুরারোপ করে বিখ্যাত হয়ে আছেন নচিকেতা ঘোষের পুত্র সুপর্ণকান্তি ঘোষ (যাঁর অনুরোধেই 'কফি হাউস' গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন), যিনি মান্না দে-র আরেকটি অবিস্মরণীয় গানেরও সুরসৃষ্টি করেছেন—'সে আমার ছোট বোন' (কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়)। নচিকেতা ঘোষের সুরে অসংখ্য বাংলা ছায়াছবিতে এবং বেসিক অ্যালবামের গান গেয়েছেন মান্না দে। আর রাধাকান্ত নন্দী ছিলেন মান্না দে-র উপযুক্ত সঙ্গী। মান্না দে-র ক্লাসিকাল গানগুলির সঙ্গে তবলায় রাধাকান্ত নন্দীর সঙ্গত ছিল একেবারে যথাযথ। এমনকি শোনা যায়, রাধাকান্তবাবুর আপত্তিতে গৌরীপ্রসন্নকে 'সন্ন্যাসী রাজা' ছবির গান 'কাহারবা নয় দাদরা বাজাও'-এ 'রাধাকান্ত' শব্দটিকে বদলে 'শশীকান্ত' করতে হয়েছিল, কারণ রাধাকান্ত কখনোই বেসুরো বাজাতেন না।
সহশিল্পীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন মান্না দে। পুলক বন্দ্যোপাধ্যায়, সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, বলরাজ সাহনি, রাজ কাপুর, উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, শচীন দেব বর্মণ ছাড়াও তাঁর অত্যন্ত প্রিয়জন ছিলেন মহম্মদ রফি, কিশোর কুমার, মুকেশ, কল্যাণজী আনন্দজী, রাহুল দেব বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ। বয়সে ছোট হওয়া সত্ত্বেও হেমন্ত মুখোপাধ্যায়, উত্তম কুমার, অনিল চট্টোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখকে তিনি 'হেমন্তবাবু', 'উত্তমবাবু', 'অনিলবাবু', 'সন্ধ্যাদি' এবং 'আপনি'...
গৌরীপ্রসন্ন মজুমদার মান্না দে-কে অমর করে রেখেছেন তাঁর লেখা 'কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই' গানের মাধ্যমে। এই গানেই সুরারোপ করে বিখ্যাত হয়ে আছেন নচিকেতা ঘোষের পুত্র সুপর্ণকান্তি ঘোষ (যাঁর অনুরোধেই 'কফি হাউস' গানটি লিখেছিলেন গৌরীপ্রসন্ন), যিনি মান্না দে-র আরেকটি অবিস্মরণীয় গানেরও সুরসৃষ্টি করেছেন—'সে আমার ছোট বোন' (কথাঃ পুলক বন্দ্যোপাধ্যায়)। নচিকেতা ঘোষের সুরে অসংখ্য বাংলা ছায়াছবিতে এবং বেসিক অ্যালবামের গান গেয়েছেন মান্না দে। আর রাধাকান্ত নন্দী ছিলেন মান্না দে-র উপযুক্ত সঙ্গী। মান্না দে-র ক্লাসিকাল গানগুলির সঙ্গে তবলায় রাধাকান্ত নন্দীর সঙ্গত ছিল একেবারে যথাযথ। এমনকি শোনা যায়, রাধাকান্তবাবুর আপত্তিতে গৌরীপ্রসন্নকে 'সন্ন্যাসী রাজা' ছবির গান 'কাহারবা নয় দাদরা বাজাও'-এ 'রাধাকান্ত' শব্দটিকে বদলে 'শশীকান্ত' করতে হয়েছিল, কারণ রাধাকান্ত কখনোই বেসুরো বাজাতেন না।
সহশিল্পীদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন মান্না দে। পুলক বন্দ্যোপাধ্যায়, সলিল চৌধুরী, সুধীন দাশগুপ্ত, বলরাজ সাহনি, রাজ কাপুর, উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, শচীন দেব বর্মণ ছাড়াও তাঁর অত্যন্ত প্রিয়জন ছিলেন মহম্মদ রফি, কিশোর কুমার, মুকেশ, কল্যাণজী আনন্দজী, রাহুল দেব বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ। বয়সে ছোট হওয়া সত্ত্বেও হেমন্ত মুখোপাধ্যায়, উত্তম কুমার, অনিল চট্টোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখকে তিনি 'হেমন্তবাবু', 'উত্তমবাবু', 'অনিলবাবু', 'সন্ধ্যাদি' এবং 'আপনি'...