...

5 views

Interview♥Part-06
সকালে ঘুমটা ভাঙ্গতে একটু দেরি হল। দশটা বেজে গেছে প্রায়। চোখ ডলতে ডলতে মোবাইলটা হাতে নিলাম। দেখি ১০টা মিসড কল। আরে এত কল কে দিল? ডায়াল লিস্ট চেক করতেই দেখি দিয়ার নাম্বার। মোবাইলটা silent ছিল তাই হয়তোবা শুনতে পাইনি। কিন্তু মেয়েটা কি মনে করেছে কে জানে। দেত্তেরি...😣 আচ্ছা ফোন দিয়ে দেখি। ভয়ে ভয়ে ফোনটা দিলাম। রিং হচ্ছে....একটু পর রিসিভ হল-
-হুমমম বলেন।
- আপনি মনে হয় ফোন দিয়েছিলেন।
- হ্যাঁ দিয়েছিতো। প্রায় তিন ঘন্টা আগে। আর আপনার এখন হুস হল?🤨
-আসলে মোবাইলটা silent ছিল। আর আজ ঘুমটাও একটু দেরিতে ভাঙ্গল। কাল ঘুমাতে একটু দেরি হয়ে গিয়েছিলতো তাই। im sorry.কিছু মনে করিয়েন না।
- কেন? এত রাত অবদি কি করেন? প্রেম-টেম করেন নাকি??🙄
-আরে নাহহ। কিযে বলেন না..মেয়েদের সাথে ঠিক মত কথাও বলতে পারিনা আর আমি করব প্রেম। হাসালেন আপনি। আসলে প্রেম শব্দটা আমার সাথে একেবারে যায়না।
- তো এখন কি ছেলের সাথে কথা বলতেছেন?🙄
- আরে আপনিতো আমার সিনিয়র। আর আপনার সাথে তো আমার পরিচয়ও হয়েছে। তাই হয়তোবা একটু একটু কথা বলার সাহস পাচ্ছি।
-তাই না?? আমার সাথে চালাকি করেন। আপনি যে একটা গভীর জলের মাছ সেটা আমি বুঝছি।
- সত্যি আমি মেয়েদের সাথে কথা বলিনা। যার কারণে মেয়েরাও আমার সাথে কথা বলার আগ্রহ দেখায় না।
- আচ্ছা আর বলতে হবেনা। কথা না বলায় ভাল। আপনাকে যে কারণে ফোন দিয়েছিলাম সেটাতো বলায় হয়নি।
- ও হ্যাঁ..বলুন।
- আমি অফিসে আপনার ব্যাপারে কথা বলেছি। আপনি কাল একটু অফিসে আসবেন। আর হ্যাঁ...তাড়াতাড়ি আসবেন। ওই দিনের মত late যেন না হয়। কথাটা মাথায় রাখবেন।
- তার মানে আমার চাকরিটা হচ্ছে?
- আগে অফিসে আসেন। then দেখা যাবে। এখন রাখছি। ভাল থাকবেন।। Bye.
-আচ্ছা...Bye..
কথাটা শুনার পর কেন জানি ভাল লাগল। যাই মাকে গিয়ে জানাই কথাটা।

মা রান্না করছে।
-নাহ..এখন কিছু না বললেই মনে হয় ঠিক হবে। কাল আগে অফিসে গিয়ে দেখি কি হয়। তারপর না হয় বলা যাবে। এখন হাত মুখ ধুয়ে আগে নাস্তাটা সেরে নিই। অনেক দেরি হয়ে গেছে।।

To be continued...