...

9 views

জীবনের অধ্যায়
আমার জীবনের গুরুত্ব এক অধ্যায়,আমি যখন আমার কর্ম জীবনের প্রথম প্রবেশ করি,তখন আমার জীবন এক নতুন অধ্যায় শুরু হয়, জীবনের প্রতিটি মুহূর্ত যেন এলোমেলো অবস্থায় আমি কিছু বুঝতে পারলামনা, কারণ আমি খুবই অস্তির ও দি্দ্ধাবস্ত অবস্থায় ছিলাম প্রতিটি মুহুর্ত আমার কাছে এক একটি বছর মনে হতে লাগল।আমি কোন কাছের বন্দু খুঁজে পেলাম না যার সাথে দুটি কথা ও ক্ষণিক সময় কাটাব। আমি কিছুই বুঝে ওঠতে পারছিলাম না, ঠিক সঠিক সময় হয়তোবা আমার কাছে আসছিলো না, তখনি আমার মনে পড়লো জীবনের কঠোর সময়ে সঠিক সঙ্গী পাওয়া যায় না, আমাকে একাকী সময় মেনে নিতে হবে হয়তোবা এটাই বাস্তবতা,
© All Rights Reserved
@ Pk
& The writer