...

1 views

আমার দেখা পাড়াগাঁর প্রকৃতি
লেখক -- সায়ন পাত্র।

দামিন্যা থেকে বর্ধমান যাওয়ার রাস্তাটা বেশ চমৎকার বানানো হয়েছে। নামখানা ভারী সুন্দর। " কবিকঙ্কন রোড " নামে পরিচিত। দাদু বলতেন, এই রাস্তাখানা তৈরি না হলে বোধ হয় দামিন্যা অন্ধকারেই ডুবে থাকতো। নেহাত রাস্তাখানি হয়েছে বলেই তো শহরের মানুষের আনাগোনা বেড়েছে। না হলে কেউ কি এসে দেখতো "চন্ডীমঙ্গল" কাব্যের রচিয়াতা মুকুন্দরাম চক্রবর্তীর জন্মস্থান এটা।

পূর্ব দিকে সোজা চলে যাচ্ছে সুবলদহ গ্রাম। এখানকার পারাগাঁর ঋতি-নীতি এতটাই অনুন্নত যে শিক্ষার আলো প্রবেশ করতে ভয় পায়। নেহাত ছোটো ছোটো পড়ুয়া ছেলে-মেয়ে ও দুস্থ অসুস্থদের কথা ভেবে গ্রামসদস্যদের প্রচেষ্টায় জেলা আধিকারিকগন একখানা বিদ্যালয় ও একখানা হাসপাতাল তৈরি করে দিয়েছিলো। একদিন বেলার দিকে এই পথ ধরেই বাবা আর আমি বেরিয়েছিলাম নান্টু কাকুদের বাড়ির উদ্দেশ্যে। বাবার কি যেন একটা হিসেব- নিকেষের ব্যাপার ছিল। একে তো মাটির রাস্তা তার উপর এক পসলা বৃষ্টি হয়ে গেছে। মানে বেশ বুঝতে পারছেন অবস্থাটা। যেতে যেতে একটা বড়ো স্ট্যাচু দেখলাম। বাবাকে জিঞ্জাসা করায় বাবা...