...

0 views

পাহাড়ের দেশে বাড়ি বানানোর আশা
যদি ভগবান আমায় কোনদিন দেখা দেন
আমি তাঁকে বলবো তিনি যেন কোন এক পাহাড়ের দেশে আমার জন্য একটি বাড়ি বানিয়ে দেন।
আমি তাঁর কাছে আর অন্য কিছুই চাইবো না--- কিচ্ছু না।
পাহাড়ের দেশে বাড়ি হলে চারিদিকেই দেখব শুধু পাহাড় আর পাহাড়----
মাঝখানে আমার বাড়ি থাকবে----
ঠিক যেন মাঝসমুদ্রে ভেলায় চড়ে ভেসে থাকার মতো।
আহা-হা-হা, ভাবলেই যেন সারা দেহে রোমাঞ্চের তরঙ্গ বয়ে...