...

4 views

অপেক্ষার গভীর সীমান্ত ( টুকরো কথা )
এই জনমে নয় ;
পরের জনমে এসো ।
যখন তোমার দেওয়া সমস্ত ক্ষত -
ক্ষয় হতে শুরু করবে ;
আর কোনো দুঃখ থাকবেনা ;
তখন এসো ।
নতুন করে তুলো সঞ্চয় করে আলতো হাতে বুনে দিতে এসো ।
কঠিন হয়ে এসো না আর ।
আগ্নেয়গিরি তো অনেক দেখেছি ।
বিশেষ একটা মানুষের মায়া বুকের ভেতর কতটা জঙ্গল তৈরি করে তা একমাত্র অদৃশ্য ঈশ্বর জানেন ।
কি রকম আর কতটা ভালোবেসেছি ঈশ্বর হলে দেখতে পেতে।
আমি কেন বলবো ?
বুক ফাটলেও বলবোনা ।
ভালো থেকো তুমি তোমার জগতে ।
আমার এই শুন্য জগৎ ঘাঁটলে তো কিছুই পাবেনা ।
তার চেয়ে বরং যাও একটা সাঁওতালি মেয়ের কাছে ;
যে তোমায় আঞ্চলিক ভাষা শেখাবে ।
গ্রাম্য সরল ভালোবাসায় আপন করে নেবে তোমার সমস্ত গভীরতাটুকু ।
তবে আমার মতো মনের সমস্ত রক্ত মাংস টুকু উজাড় করে দিতে পারবেনা স্বমহিমায় ।
হাত বুলিয়ে দিতে পারবেনা -
তোমার হাড়ের দুর্বলতায় ।
সে তো শুধু শিকার করবে -
তোমার হৃদয়ের মিষ্টি মাংস ।

© লড়াইয়ের গন্ধ 🖤