...

5 views

উপহার
#WritcoStory Challenge
সেটিং নিখুঁত ছিল. প্রতিটি টেবিলে একটি সূক্ষ্ম ফুলদানিতে মোমবাতির আলো, পালিশ করা কাটলারি এবং একটি একক গোলাপ সেট।পরিপাটি করে সযত্নে সাজানো ছিল সব কিছু।আজ যে তাদের বিবাহ বার্ষিকী।সারাদিন অনেক পরিশ্রম করে একটা লাল ভেলবেট কেক তৈরি করেছিল শ্রীতমা।ভেবেছিল অংশু এলে দুজনে মিলে আগে কেক কাটবে।তারপর নরম মোমের আলোয় দুজনে তাদের নৈশ আহার সম্পন্ন করবে।অংশু যা যা খেতে ভালোবাসে সেই খাবারগুলি পরম যত্নে শ্রীতমা রান্না করেছিল। এই একটি দিনের জন্য শ্রীতমা সারা বছর অপেক্ষা করে থাকে।

পরিচয় করিয়ে দিই এই অংশু হলেন অংশুমান চ্যাটার্জী।একটি বড় কোম্পানির ম্যানেজার তিনি।কাজের বাইরে কোন কথাই তিনি বলে উঠতে পারেন না,এমনকি বলতে জানেন ও না।দুই বছর হয়েছে তার ও শ্রীতমার বিবাহ হয়েছে।শ্রীতমা তার বাবা মায়ের একমাত্র কন্যা।যখন যা চেয়েছেন তাই পেয়েছেন।বিয়ের পর অংশুকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন শ্রীতমা।অংশু তাদের...