...

11 views

ছাত্রসমাজের ভবিষ্যত
কথায় বলে, সকালটা দেখলে নাকি বোঝা যায়, সারাদিন কেমন যাবে ।এই প্রবাদবাক্য যে সবৈব সত্য হবে তাও নয় ।যেমন 2021 বিধানসভা নির্বাচনে বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল-বিজেপি যতই রাজনীতি করুক না কেন তাদের "ভবিষ্যত" কিন্তু পেন্ডুলামের মতো দুলছে ।আচ্ছা ভবিষ্যতের কথা যখন আসলোই তখন একটু উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে আলোচনা করা যায়। কেউ আবার আমাকে রাজনীতি বিশেষজ্ঞ ভেবে ভুল করবেন না। আর ভাবলে ও আমার করার কিছুই নেই । ইতিমধ্যে আমরা শুনেছি রাজ্য সরকার এবারের মতো বাকি পরীক্ষাগুলো বাতিল করেছে ।বেশ ভালো কথা। এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াটা সোনার পাথরবাটির মতো।এই সিদ্ধান্তকে কুর্ণিশ জানাতেই হয় ।কিন্তু পরীক্ষা পরবর্তী পরিস্থিতি নিয়ে আমার কিছু প্রশ্ন আছে । সবথেকে হাস্যকর লেগেছে ঐচ্ছিক পরীক্ষা নেওয়ার ব্যাপারটা, অবশ্যই পরিস্থিতি...