...

1 views

সেই জায়গা
আজ আমি আবার এসেছি সেই জায়গায়, যেখানে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থেকে সময় কাটাতাম।

না! কোনো দরকারে আসিনি, আমি প্রায়ই আসি এখানে অকারণে। বসে থাকি চুপ করে, নিরব বক্তার মতো। খুব খারাপ লাগেনা আজও এখানে আসতে। আসলে তোমাকে যখন ভীষণ মনে পড়ে, আমি সাতপাঁচ কিছু না ভেবে ছুটে চলে আসি এখানে! এখানে এলে তোমাকে খুঁজে পাই! আমাদের কাটানো মুহূর্তরা সব তাজা হয়ে যায়! তোমাকে অনুভব করতে পারি, মনে হয় তুমি আগের মতোই আমার পাশে...