...

1 views

দুঃস্বপ্নের পথে
**"দুঃস্বপ্নের পথে"**


শীতের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদর মুড়িয়ে মফস্বলের এই ছোট্ট শহরে যেন সারা বিশ্ব থেমে গেছে। শহরের প্রান্তে নির্জন এক বাড়িতে বসবাস করেন রেহান। ছেলেটির জীবন ছিল স্বাভাবিক, তবে তার গভীরে এক অদ্ভুত শূন্যতা। ছোটবেলা থেকেই রেহানের স্বপ্নগুলো ছিল বিশাল, কিন্তু সাম্প্রতিক কিছু দুঃস্বপ্ন তার মনকে একদম ধ্বংস করে দিয়েছিল। একটি স্বপ্ন বারবার ফিরে আসে—রেহান দেখতে পায়, অন্ধকার এক পথ ধরে সে দৌড়াচ্ছে, চারপাশের সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে, তার পেছনে কিছু বা কেউ তাকে তাড়া করছে।

রেহান জানে, এ কেবল দুঃস্বপ্ন নয়। কিছু অদৃশ্য শক্তি যেন তাকে টানছে, তাকে মুখোমুখি হতে বলছে এমন এক বাস্তবতার, যা সে বুঝতে পারছে না।



দুঃস্বপ্নের জন্ম

সবকিছু শুরু হয়েছিল কয়েক মাস আগে, যখন রেহানের মা এক আকস্মিক দুর্ঘটনায় মারা যান। তার মা ছিলেন একমাত্র মানুষ, যিনি রেহানের সব দুঃখ কষ্ট দূর করতেন। কিন্তু তার মৃত্যু যেন রেহানের জীবনের সব আলো নিভিয়ে দেয়। এরপর থেকেই রেহান প্রায় প্রতিরাতেই একই দুঃস্বপ্ন দেখতে থাকে।

এক রাতে, সেই দুঃস্বপ্ন আবারও আসে। রেহান দেখতে পায়, সে এক অচেনা শহরের রাস্তায় হাঁটছে, আর তার পেছনে ছায়ামূর্তি তাড়া করছে। সে যত দ্রুত হাঁটে, ততই ছায়াটি তার কাছে আসে। হঠাৎ, সামনে এক পুরোনো বাড়ি দেখা...