ভৌতিক প্রেমমূলক গল্প - " আসক্তি "
" আসক্তি হলো এক অদ্ভুত মাদকতা,যা আমাদের মতো দুর্বল চিত্তের মানুষগুলোকে ডুবিয়ে রাখে নেশায়,আকাঙ্ক্ষায় এবং কামনায়।
অন্যদিকে, আসক্তি সাঁওতালি উলুধ্বনির মতো খানিকটা অলৌকিক,পৈশাচিক এবং মহাপৌরুষও বটে.."
- কথাগুলো বলতে বলতে বইয়ের পাতা উল্টায় অরিত্র।পাশে তার একনিষ্ঠ শ্রোতা ওরফে ছাত্রী,ঐন্দ্রিলা এতক্ষণ খুব মনযোগ দিয়ে শুনছিলো কথাগুলো।কিন্তু,খুব আশ্চর্য হয়ে কৌতূহলবশত সে প্রশ্ন করে অরিত্রকে -
" আচ্ছা,অরিত্রদা,পড়ার বইয়ে নিশ্চয় আর আসক্তির ব্যাখ্যা জানতে চায়নি, তাছাড়া,তুমি তো বিখ্যাত গল্প ' পূর্ণতা পায়নি ' এর অন্যতম চরিত্র ঋত্বিকাকে তার প্রেমিকের জন্য আত্মক্ষয়ের কথা বলছিলে,
তাহলে তার সাথে এই ' আসক্তি ' বিষয়টার কি সম্পর্ক ? "
" আছে ,আছে।অত উতলা হলে হবে ? গভীর থেকে গভীরতর নীহারিকার ব্রহ্ম মুহূর্তরা লুকিয়ে আছে,তাই মরচে পরার আগেই ওদের বাস্তবের আলো দেখাতে হবে তো,নইলে যে কামানের গোলা, তারাকাঠির ফুলকি ওদের
পুড়িয়ে দেবে রে "।
" ধুর,কি যে বলো তুমি,তার নেই ঠিক ঠিকানা।"
" হা,হা,হা...এই কথাটা বেশ বলেছিস!যার কোনো ঠিক নেই!তার কি আর কোনো ঠিকানা থাকে ? পুরোনো স্মৃতির পুষ্টি আমাদের খামোখা ই সুস্থ করে রাখে..."
" আচ্ছা,শোন... তাহলে যেই পড়াগুলো দিলাম আজ...মনে থাকবে তো ?
পড়ে আসবি কাল,আর পড়া না পারলে মনে আছে তো ?
গোটা কয়েক কানমোলা আর...