...

5 views

শোকের অভিধান 📓
এফ.এম রেডিয়োর মিউজিকগুলো এখন দলবদ্ধ হয়ে শিকারে বেরোয়।
আর আধমরা টিকটিকির মতো ঈশপের গল্পে মোরাল লিখে ফিরে আসে।
হয়তো সেই আনন্দেই আজও গাঢ় নীলে কলাইয়ের ঘর বানিয়ে প্রেমিকের ইন্তেজার করি।
কসমসে মিলিয়ে যাওয়া চোখ দুটো উপড়ে এনে পঁচা শরীরটায় ট্রান্সপ্লান্টেশন করি।
সিগারেটে ঘষা স্মৃতির রেডিয়েশনের মাধ্যমে টেলিফোন বুথে নামতা বুনি।
মনের এলিসিয়ান পলিগুলো ময়ূরাক্ষীতে ধুয়ে না ফেলে বরং জমিয়ে রাখি অপরাজিত শোকের রূপকথায়...


© সাহিত্যের নায়াগ্রা ❤️