...

4 views

দুপুরের কথা
ব্যাংকে গেছিলাম, সামনে দাঁড়িয়ে এক বয়স্কা।
অনেক্ষন হলো, ভিড়ে ভিরাক্কায়, বেশ লম্বা লাইন।
সুসভ্য ভাবে দাঁড়িয়ে আমরা, ভগবানের শ্রেষ্ট কীর্তি!
রোদ, গরম করোনা শোক তাপ দুঃখ আরো হাজারো লাখো কারণ কে বুড়ো আঙুল দেখিয়ে এসেছি।
তা প্রায় মিনিট ৩০ পর
ভদ্রমহিলার পালা এলো। আমি পেছনে দাঁড়িয়ে গার্ড এর খৈনি দলা দেখছি। কানে এলো-"কেমন আছেন?"
ব্যাংক টা আহামরি বড় না। চেনা পরিচিতি বেরিয়েই পরে এই মফঃস্বলে। বুঝলাম কাঁচের দেয়াল এর ওপার থেকে কথাটা আসছে মহিলার...