ভালো কাজ
বেচারি অনুপমা! আজও ওর একটা ভাল কাজ করা হয়ে উঠলো না!যদি ও আজ কোন ভাল কাজ করে উঠতে না পারে তাহলে ওই মুখচোরা, অত্যধিক ভালমানুষ ( ওরফে বোকা!) শীর্ষাটার কাছে গো হারান হেরে যাবে। স্কুলের আন্টিও পারেন বটে, এমন একখানা কাজ কেউ দেয়! কী কাজ, না এক সপ্তাহের মধ্যে কিছু ভাল কাজ করে দেখাতে হবে। যার ভাল কাজ যত বেশি হবে, সপ্তাহের শেষ ক্লাসে সে বড়দির কাছ থেকে প্রাইজ পাবে। অনুপমা সবদিক দিয়ে দারুণ- কী লেখাপড়া কী খেলাধুলোয়। ক্লাসে সবাই ওর ফ্যান,ওর বন্ধু হওয়ার জন্য ঝুলোঝুলি করে।সেজন্য অবশ্য একটু গর্ব আছে ওর। কিন্তু শীর্ষার আছেটা কী!পড়াশোনায় মোটামুটি, ভীতুর ডিম একটা। কিন্তু অনুপমা জানে, শীর্ষাকে নিয়ে হাসাহাসি হলেও ক্লাসমেটরা ওকে নরম চোখেই দেখে। আর তাতেই অনুপমার যত জ্বালা। ওর খালি মনে হয়, ক্লাসমেটরা অনুপমার ট্যালেন্টে নয়,...