...

7 views

ভালো কাজ
বেচারি অনুপমা! আজও ওর একটা ভাল কাজ করা হয়ে উঠলো না!যদি ও আজ কোন ভাল কাজ করে উঠতে না পারে তাহলে ওই মুখচোরা, অত্যধিক ভালমানুষ ( ওরফে বোকা!) শীর্ষাটার কাছে গো হারান হেরে যাবে। স্কুলের আন্টিও পারেন বটে, এমন একখানা কাজ কেউ দেয়! কী কাজ, না এক সপ্তাহের মধ্যে কিছু ভাল কাজ করে দেখাতে হবে। যার ভাল কাজ যত বেশি হবে, সপ্তাহের শেষ ক্লাসে সে বড়দির কাছ থেকে প্রাইজ পাবে। অনুপমা সবদিক দিয়ে দারুণ- কী লেখাপড়া কী খেলাধুলোয়। ক্লাসে সবাই ওর ফ্যান,ওর বন্ধু হওয়ার জন্য ঝুলোঝুলি করে।সেজন্য অবশ্য একটু গর্ব আছে ওর। কিন্তু শীর্ষার আছেটা কী!পড়াশোনায় মোটামুটি, ভীতুর ডিম একটা। কিন্তু অনুপমা জানে, শীর্ষাকে নিয়ে হাসাহাসি হলেও ক্লাসমেটরা ওকে নরম চোখেই দেখে। আর তাতেই অনুপমার যত জ্বালা। ওর খালি মনে হয়, ক্লাসমেটরা অনুপমার ট্যালেন্টে নয়, শীর্ষার বোকামির আর ভালমানুষির ফ্যান। টিচাররাও ওর প্রশংসা করে। অনুপমা তাই শীর্ষার উপর অজানা কারণে চটা। এই টাস্কটা কমপ্লিট করে ও শীর্ষা আর বাকি ক্লাসকে দেখিয়ে দেবে, ট্যালেন্টেরই দর থাকে, ওইসব বোকা বোকা ভালমানুষির নয়।কিন্তু গত দুদিন ধরে ভেবেও একটা ভাল কাজ মাথায় আসছে না ওর। কত আইডিয়া এল, কিন্তু একটাও পছন্দ হল না। অনুপমার বাবি খুব বড়লোক। মেয়ের চিন্তা শুনে ওকে একটা অনাথ আশ্রমে নিয়ে গেলেন। উদ্দেশ্য, অনুপমার সেই ভাল কাজ। অনুপমা অনেক কিছু দিল, বই, খেলনা খাবার। দারুণ লাগল। আবার কোন একটা জায়গায় যেন ওর নাম করে টাকাও পাঠালেন ওর বাবি আর মামন। ব্যস ব্যস আর কী চাই!এইবার সবাই বুঝতে পারবে, ভাল কাজ হো তো অ্যায়সা। আনন্দে ডগমগ হয়ে ও স্কুলে গেল। কিন্তু বড়দি যখন উইনার হিসেবে শীর্ষা দত্তের নাম বললেন, অনুপমার মাথাটা জাস্ট ঘুরে গেল! হোয়াট! আবার শীর্ষা! অনুপমা আর পারল না, বলল,"ম্যাম, শীর্ষা তো আমার ভালকাজের ধারে পাশেও যায়নি। আমি সবচেয়ে বড় দুটো ভাল কাজ করেছি, তাও শীর্ষা কেন প্রাইজ পাবে?" সবাই চুপ। বড়দি বললেন," জানি অনুপমা, তুমি অনেক বড় দুটো কাজ করেছ। সত্যিই অনেক বড়। কিন্তু শীর্ষার কাছে শোন তো, ও কী কী করেছে?" অনুপমা কটমট করে শীর্ষার দিকে তাকাতে ও ভয় পেয়ে শুকনো গলায় বলল," আমি রোজ যা করি তাই করেছি রে।বাড়িতে মাকে কাজে হেল্প করেছি। আমাদের কাজের মাসির মেয়েটাকে একটু পড়া দেখিয়ে দিয়েছি। পাশের বাড়ির ঠাম্মা- দাদু একা থাকে তো,আমি ওদের ওষুধ পৌঁছে দিয়েছি।আর হ্যাঁ, পাড়ার লালু কুকুর, ভুল্টু কুকুর আর মেনী বেড়ালটাকে একটু খেতে দিয়েছি। আর হ্যাঁ, আমি তো সাইকেল চালাতে পারি না,আমাদের পাড়ার বিপুলকে দিয়ে দিয়েছি আমার পড়ে থাকা সাইকেলটা। বেচারার স্কুল অনেক দূরে তো। তাড়াতাড়ি যাবে। আর কিচ্ছু করিনি, বিশ্বাস কর!" অনুপমা অবাক! এই ছোট কাজগুলোর কথা ওর মনেই আসেনি! ওগুলো তো রোজকার ব্যাপার। ও চাইলেই করতে পারতো। ব্যাপারটা ভাবতেই মাথাটা নীচু হয়ে গেল ওর। বড়দি বললেন, " দেখলে তো, ভাল কাজ বা বড় কাজ এমনকিছু হাতি- ঘোড়া নয়। রেগুলার লাইফেই তুমি সে সুযোগ পাবে। আর দেখলে তো, শীর্ষা কেন ভালমানুষ? ও এগুলো রোজ করে, কাউকে দেখাতে নয়, নিজের থেকে। আর মনে রেখো, ছোট কাজ করতে করতেই বড়োর দিকে যেতে হয়।তাহলে তুমি ওকে হিংসা করতে কেন অনুপমা?" অনুপমা চুপ! সত্যি, কম্পিটিশন করতে গিয়ে আসল কাজটাই ভুলে গেছে ও। শীর্ষা ভোলেনি। তা বলে অনুপমা কী চুপ করে থাকবে? কভি নেহি। শীর্ষার কাছ থেকে এটা শিখল যখন, আর ভুলবে না। আর হ্যাঁ, শীর্ষার সঙ্গে ফ্রেণ্ডশিপটা করে নিলে মন্দ হয় না! ওহ, এতক্ষণে মনটা বেশ খুশি খুশি লাগছে!


© tinni