রবীন্দ্রসঙ্গীত
আমি শৈশব কাল থেকে রবি ঠাকুরের গান শুনে বড় হয়েছি।সঙ্গীত শেখা শুরু হয় প্রথমে মায়ের শখে।পরবর্তী সময়ে নিজের ইচ্ছায় শিখতাম।কেমন করে জানি তাকে ভালোবেসে ফেলি।বড় আনন্দ পেতাম গান গেয়ে।মায়ের কাছে প্রতি সন্ধ্যায় অনুশীলনে বসতাম। তাতে মন ভাল থাকতো।পড়া তাড়াতাড়ি হয়ে...