...

8 views

সময় ভ্রমণ (Time Travel) ১৬ই মাঘ সন ১৪২৮
সুবীরের সাথে নয়নের এক কলেজ থেকে এক কোম্পানি দীর্ঘ ৩০ বছরের বন্ধুত্ব ৷
-কি রে সুবীর উদাস মনে বসে আছিস ... আজ তো তোর খাওয়ানোর পালা, আজ কিন্তু চা খাবো না শুধু সাথে মুড়ি চপ ও চাই বললো নয়ন
-কথাটা শুনে সুবীরের দুচোখ ভরা জল
-সুবীর আজ আনন্দের দিন তোর ছেলে বিদেশে কাজ পেয়েছে ওকে বিদেশে পাঠিয়ে
পড়ানো তোর সার্থক
তাহলে কাঁদছিস কেন?
- নয়ন আমার ছেলে আর ফিরবে না রে তোর বৌদিকে ফোন করে জানিয়েছে
ওখানের এক মেয়েকে বিয়ে করে ওখানেই থেকে যাবে
-সুবীর কথাটা শুনে বলল ; আর তোরা?
-ওখানে আমরা অ্যাডযাস্ট করতে পারবো না আমাদের জন্য এই কলকাতা বাড়ি নাকি ঠিক
এটাই জানিয়েছে বাবাই ৷
-তোর বৌদি ভীষণ ভেঙে পড়েছে রে

কথা গুলো শুনে নয়ন বিদ্রুপ ভাবে মুচকে হেসে সুবীরকে বলল
-সময়ের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে পরিভ্রমণ করে কেমন লাগছে আগে বল!

নয়নের এমন কথা শুনে একটু রেগেই সুবীর বলল

-এখন মজা ভালো লাগছে না সুবীর
-মজা ? সে তো তুই করেছিলি ৩০বছর আগে তোর বাবা মা সাথে
এখানে পড়াশোনা শেষ করে বিয়ে করে থাকলি কাকু কাকিমা কেও আনলি না
তোর মা বাবা আজ আর নেই তবে উপরে একজন আছেন যিনি সব দেখেন লক্ষ্য রাখেন
সেই আজ তোকে টাইম ট্রাভেল করিয়েই দিল

-শোন সুবীর আমরা যা করবো আমাদের সন্তানরা কিন্তু তাই শেখে
নয়নের কথাটা শেষ হতেই সুবীর আচমকাই বেঞ্চ থেকে উঠে নয়ন কে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল
আমি খুব ভুল করেছি রে এ ভুলের ক্ষমা হয়না ৷
© ✍শর্মিলা বর্মন▶অন্তরকথা◀