...

3 views

খোলা চিঠি 🌹

🌹খোলা চিঠি🌹
শ্রী রাজু গরাই ১৬ই ডিসেম্বর ২০২৩

শেষ হয়ে এল বেলা, দিন ঘণ্টায় ঘণ্টা মিনিটে মিনিট সেকেন্ডে বদলে যায়... কিন্তু, অসাধারণ মুহূর্ত আর আসে না...
এখনও অবুঝ সকালের মিঠে রোদ ফুল মুকুলে
যে দিন গেছে চলে ব্যথা পুরাতন বলে
শ্যামল তৃণে পা ফেলে পুনঃ চাহি নদীকূলে।
মাঝে মাঝে অপেক্ষায় থাকে বিমর্ষ বিকাল,
একদিন ঠিক আঁধার মুছবে ফুটন্ত সকাল!

অন্তরা, জানো কি তুমি! যে ছবি আঁকত মন, কল্পনার অনুভূতি লেপনে। সেখানে এখন দীর্ঘ বিরহের অভিমান নিত্য, বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ করে না; নিঃশব্দে বারি বর্ষণ করে ছলছল আঁখি আর নক্ষত্রলোকের ভেসে যাওয়া দৃশ্যে নিজেকে উপস্থিত করে বলে তোমরা কি বলতে পারবে --

ভোরের সান্নিধ্যে যে ফুল ফুটেছিল মুখ তুলে
রং কি বিধাতায় দিয়েছিল না নিজের ভুলে।
হৃদয় দিয়েছিল রোহিনীকে
জীবন তাই কি ফ্যাকাশে।
চাঁদ বুঝি শীতলতা ছড়ায় এখন
অতীত ইতিহাস আভাসে !

ধূসর পাংশুল মাঠের মতোই জগৎজুড়ে এখন বিরহ গভীর ভাবে ঝনঝন বাজে হিয়ার মাঝে। মনে পড়ে, বলেছিলাম..... দ্বারকেশ্বরের ভাঙা পাড় ডিঙিয়ে কচি দূর্বাঘাসের উপর কোমল পায়ে এগিয়ে যাওয়ার সময় দেখেছিলেম তোমার ছন্দে উত্তাল ঝড়...