শেষ খেয়া
শেষ খেয়া
বিমলের সেদিনটা মোটে ভালো গেলোনা। অফিসে বসের ঝাড়, তারপর রাস্তায় লম্বা জ্যাম। পুরো জেরবার অবস্থা। ঘাটে পৌঁছাতে প্রায় আটটা বেজে গেল। ইস্! কি দেরি না আজ হল। শেষ খেয়াটা যদি মিস্ হয় আর রক্ষে নেই।এসব ভাবতে ভাবতে ঘাটের সামনে এসে দাঁড়াল বিমল। সত্যি শেষ খেয়াটা নেই। হা ঈশ্বর! এবার কি করব আমি? ভাবল বিমল। হঠাৎ সম্মুখে বিদ্যমান এক ছোট্ট নৌকা তার কাতর দৃষ্টিকে আকৃষ্ট করল। যেন মরুপ্রান্তর মাঝে এক চিলতে মরুদ্যান। "ও ভাই, বলি ও মাঝি ভাই, যাবে নাকি?
আমি বংশীতলা ঘাটে যাবো", হাঁক পাড়লো বিমল।
একটু ধরা ধরা গলায় সে উত্তর দিল, আজ্ঞে কত্তা যাবো...
বিমলের সেদিনটা মোটে ভালো গেলোনা। অফিসে বসের ঝাড়, তারপর রাস্তায় লম্বা জ্যাম। পুরো জেরবার অবস্থা। ঘাটে পৌঁছাতে প্রায় আটটা বেজে গেল। ইস্! কি দেরি না আজ হল। শেষ খেয়াটা যদি মিস্ হয় আর রক্ষে নেই।এসব ভাবতে ভাবতে ঘাটের সামনে এসে দাঁড়াল বিমল। সত্যি শেষ খেয়াটা নেই। হা ঈশ্বর! এবার কি করব আমি? ভাবল বিমল। হঠাৎ সম্মুখে বিদ্যমান এক ছোট্ট নৌকা তার কাতর দৃষ্টিকে আকৃষ্ট করল। যেন মরুপ্রান্তর মাঝে এক চিলতে মরুদ্যান। "ও ভাই, বলি ও মাঝি ভাই, যাবে নাকি?
আমি বংশীতলা ঘাটে যাবো", হাঁক পাড়লো বিমল।
একটু ধরা ধরা গলায় সে উত্তর দিল, আজ্ঞে কত্তা যাবো...