বুদ্ধিবৃত্তির অবমূল্যায়ন
আমাদের এই প্রজন্মটা (আমাকে ধরেই বলছি, যদিও আমি ঠিক সম্পূর্ণভাবে এই প্রজন্মের নই) মোবাইল ফোন এবং যন্ত্রের প্রতি এতটাই বেশি মোহগ্ৰস্ত ও আকর্ষিত হয়ে পড়েছে যে আমরা আজকাল আমাদের স্বাভাবিক বুদ্ধিবৃত্তি ও স্বতঃস্ফূর্ততা হারিয়ে ক্রমশ যেন যান্ত্রিক হয়ে উঠছি। আমরা আস্তে আস্তে বোকা হয়ে যাচ্ছি। আমরা বই পড়ি না, গান শুনি না, আড্ডা দিই না; নিজেকে নিয়েই বেঁচে থাকি সর্বক্ষণ। যন্ত্র আর...