"গল্প যে সত্যি"
১
রাত তখন হয়তো প্রায় এগারোটা...
দুই বন্ধু রাজু আর সুদীপকে নিজেদের পুরনো আড্ডার জায়গায় ডাকলো কার্তিক......এত দিন পর,এত রাতে হঠাৎ ডাকায় হকচকিয়ে গেছিলো তারা। এত রাতে ডাকার কারণ কি হতে পারে,হয়তো সেটা জানার জন্যই তারা সেখানে গেলো।
তবে সেখানে পৌঁছনোর পর,রাজু-সুদীপ দুজনে যা দেখলো, তা তারা দেখবে বলে আশা করেনি.....
কারণ -
"যে ছেলে কোনোদিন নেশা জাতীয় কোনো জিনিস ছুঁয়েও দেখতো না,সে কিনা আজ সোজা মদ্যপান করছে!"- এটা দেখেও তাদের যেন বিশ্বাস হচ্ছিল না। তারা হতবাক হয়ে তাকিয়ে রইলো তার দিকে।
* * * * * * * * *
২
২/১ গৌরাঙ্গ রোডের প্রথম বাড়ির ছাদে তিন বন্ধুকে বসে থাকতে দেখা গেলো...সামনে টেবিলে মদের বোতল আর প্লেটে একটু চানাচুর।
রাজু , সুদীপ দুজনেই ভাবছে...কিভাবে কথাটা শুরু করবে, তবে সামনে কার্তিক একের পর এক মদের গ্লাস শেষ করে চলেছে।
অনেকক্ষণ পর, রাজুই এই নিরবতা ভাগলো,বললো :
-" কি রে, প্রায় একবছর পর দেখা,তবে সত্যি বলতে এরম ভাবে দেখা হবে ভাবিনি। তোর হয়েছে কি রে?"
কার্তিকের দিক থেকে কোনো উত্তর এলো না। সে একিভাবে নিজের কাজ করে যাচ্ছিল।
সুদীপ একটু রাগের সাথেই বললো :
-" কি রে,রাজু কিছু জিজ্ঞেস করছে তো,আমরা দুজন নিজের কাজের জন্য একবছর মুম্বইয়ে কি গেলাম,আর তুই এসব নেশা-তেশা শুরু করে দিলি, সত্যি,এটা আশা করিনি তোর থেকে.."
কার্তিক এবার মদের গ্লাসটা টেবিলে রাখলো...কিছুক্ষন চুপ থেকে শান্ত গলায় বললো :
-" সত্যি,প্রায় একবছর হয়ে গেছে,তোরাও মুম্বাইয়ে চাকরি পেয়েছিস....আর এখন, এখানে ছুটি কাটাতে এসেছিস; কিন্তু এই একবছরে একবারও আমার খবর জানার চেষ্টা করেছিস তোরা?? উল্টে,তোদের খবর নেওয়ার জন্য আমি ফোন করেছি,সেই ফোন তুলিসনি তোরা....যখন আমার সাহায্যের জন্য যোগাযোগ করার চেষ্টা করেছি,তখনও যোগাযোগ করিসনি...."
রাজু বা সুদীপ কারোর কাছেই কার্তিকের এই কথার উত্তর ছিল না, তা তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল।
কার্তিক বলেই চললো:
-" তোরা তো মুম্বাইয়ে ভালোই রোজগার করছিস,আমি একজন সাধারণ লেখক,আমার রোজগার তোদের চেয়ে তো বেশি হবে না -এটাই নিশ্চয়ই বোঝাতে চেয়েছিস আমায়! এমনিতেই আমার সেরকম কোনো বন্ধু নেই,তোদেরও দরকারের সময় পাইনি..."
এই বলে তার চোখ থেকে জল পড়তে লাগলো।
রাজু ও সুদীপ একে অপরের দিকে একবার তাকালো,তারপর কার্তিককে কাঁদতে দেখে সুদীপ বললো:
-" ঐই,কাঁদছিস কেন??কি হয়েছে??সেটা তো বল......তুই আগে শান্ত হো। ভুল করেছি যখন,তখন ক্ষমা চাইছি আমরা দুজন; তখন ছিলাম না,কিন্তু এখন তো আছি..... বল ভাই,এই একবছরে এমন কি হলো,যে তোর আজ এই অবস্থা??"
টেবিলে থাকা গ্লাসে অবশিষ্ট মদ খেয়ে গ্লাসটা আবার টেবিলে রাখলো কার্তিক, তারপর চোখের জল মুছে একিভাবে বসে রইলো....
রাজু তার মনের অবস্থা বুঝতে পেরে বললো:
-" যা হয়েছে খুলে বল,হয়তো এখনও তেমন কিছু বিগড়ে যায়নি; এই একবছরে কি হয়েছে?? তুই সব কিছু খুলে বললে,তাহলে তো বুঝতে পারবো....."
কিছুক্ষন কার্তিক চুপ ছিল, হয়তো ভেবে নিচ্ছিলো কি করাটা ঠিক...
রাত তখন হয়তো প্রায় এগারোটা...
দুই বন্ধু রাজু আর সুদীপকে নিজেদের পুরনো আড্ডার জায়গায় ডাকলো কার্তিক......এত দিন পর,এত রাতে হঠাৎ ডাকায় হকচকিয়ে গেছিলো তারা। এত রাতে ডাকার কারণ কি হতে পারে,হয়তো সেটা জানার জন্যই তারা সেখানে গেলো।
তবে সেখানে পৌঁছনোর পর,রাজু-সুদীপ দুজনে যা দেখলো, তা তারা দেখবে বলে আশা করেনি.....
কারণ -
"যে ছেলে কোনোদিন নেশা জাতীয় কোনো জিনিস ছুঁয়েও দেখতো না,সে কিনা আজ সোজা মদ্যপান করছে!"- এটা দেখেও তাদের যেন বিশ্বাস হচ্ছিল না। তারা হতবাক হয়ে তাকিয়ে রইলো তার দিকে।
* * * * * * * * *
২
২/১ গৌরাঙ্গ রোডের প্রথম বাড়ির ছাদে তিন বন্ধুকে বসে থাকতে দেখা গেলো...সামনে টেবিলে মদের বোতল আর প্লেটে একটু চানাচুর।
রাজু , সুদীপ দুজনেই ভাবছে...কিভাবে কথাটা শুরু করবে, তবে সামনে কার্তিক একের পর এক মদের গ্লাস শেষ করে চলেছে।
অনেকক্ষণ পর, রাজুই এই নিরবতা ভাগলো,বললো :
-" কি রে, প্রায় একবছর পর দেখা,তবে সত্যি বলতে এরম ভাবে দেখা হবে ভাবিনি। তোর হয়েছে কি রে?"
কার্তিকের দিক থেকে কোনো উত্তর এলো না। সে একিভাবে নিজের কাজ করে যাচ্ছিল।
সুদীপ একটু রাগের সাথেই বললো :
-" কি রে,রাজু কিছু জিজ্ঞেস করছে তো,আমরা দুজন নিজের কাজের জন্য একবছর মুম্বইয়ে কি গেলাম,আর তুই এসব নেশা-তেশা শুরু করে দিলি, সত্যি,এটা আশা করিনি তোর থেকে.."
কার্তিক এবার মদের গ্লাসটা টেবিলে রাখলো...কিছুক্ষন চুপ থেকে শান্ত গলায় বললো :
-" সত্যি,প্রায় একবছর হয়ে গেছে,তোরাও মুম্বাইয়ে চাকরি পেয়েছিস....আর এখন, এখানে ছুটি কাটাতে এসেছিস; কিন্তু এই একবছরে একবারও আমার খবর জানার চেষ্টা করেছিস তোরা?? উল্টে,তোদের খবর নেওয়ার জন্য আমি ফোন করেছি,সেই ফোন তুলিসনি তোরা....যখন আমার সাহায্যের জন্য যোগাযোগ করার চেষ্টা করেছি,তখনও যোগাযোগ করিসনি...."
রাজু বা সুদীপ কারোর কাছেই কার্তিকের এই কথার উত্তর ছিল না, তা তাদের মুখ দেখে বোঝা যাচ্ছিল।
কার্তিক বলেই চললো:
-" তোরা তো মুম্বাইয়ে ভালোই রোজগার করছিস,আমি একজন সাধারণ লেখক,আমার রোজগার তোদের চেয়ে তো বেশি হবে না -এটাই নিশ্চয়ই বোঝাতে চেয়েছিস আমায়! এমনিতেই আমার সেরকম কোনো বন্ধু নেই,তোদেরও দরকারের সময় পাইনি..."
এই বলে তার চোখ থেকে জল পড়তে লাগলো।
রাজু ও সুদীপ একে অপরের দিকে একবার তাকালো,তারপর কার্তিককে কাঁদতে দেখে সুদীপ বললো:
-" ঐই,কাঁদছিস কেন??কি হয়েছে??সেটা তো বল......তুই আগে শান্ত হো। ভুল করেছি যখন,তখন ক্ষমা চাইছি আমরা দুজন; তখন ছিলাম না,কিন্তু এখন তো আছি..... বল ভাই,এই একবছরে এমন কি হলো,যে তোর আজ এই অবস্থা??"
টেবিলে থাকা গ্লাসে অবশিষ্ট মদ খেয়ে গ্লাসটা আবার টেবিলে রাখলো কার্তিক, তারপর চোখের জল মুছে একিভাবে বসে রইলো....
রাজু তার মনের অবস্থা বুঝতে পেরে বললো:
-" যা হয়েছে খুলে বল,হয়তো এখনও তেমন কিছু বিগড়ে যায়নি; এই একবছরে কি হয়েছে?? তুই সব কিছু খুলে বললে,তাহলে তো বুঝতে পারবো....."
কিছুক্ষন কার্তিক চুপ ছিল, হয়তো ভেবে নিচ্ছিলো কি করাটা ঠিক...