...

4 views

একমাত্র তুই।।5।।
অমু বেলকনিতে একা দাঁড়িয়ে, তনি পেছন থেকে ডাকল
--অমু দা...
ঘুরে তাকিয়ে অমু দেখল একটা কফির মাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তনি। হালকা হাওয়ায় চুল গুলো বারবার মুখে এসে পরছে।
তনি--তোমার কফি।
ওর কথায় ঘোর কাটল অমুর..
অমু--হুম, ও হ্যাঁ, thanks. সত্যি এই সময় কফি খেতে খুব ইচ্ছে করছিল।
হেসে কফির কাপটা ধরিয়ে দিয়ে তনি চলে আসছিল পেছন থেকে ওর হাত টা ধরে ফেলল অমু।
পেছন ফিরে তাকাল তনি। দেখল অমু ওর দিকেই তাকিয়ে আছে।ওকেও আজ দারুন লাগছে।ভালো করে পার্টিতে দেখতেই পারেনি তনি অমুকে।গেঞ্জির ওপরে একটা খোলা চেক জ্যাকেট, ব্লু জিনস ,গাল গুলো সেভ করা ।খুব ভালো লাগছে দেখতে।
অমু--কিরে কি দেখছিস
চোখ নামিয়ে নিল তনি।
হাত ছেড়ে দিল অমু,
অমু--আজ তোকে দারুন লাগছে।
তনি হেসে চুলগুল মুখের ওপর থেকে সরিয়ে কানের পেছনে নিয়ে গেল।
--thanks
অমু--কিন্তু ম্যাডাম বোধয় আমার ওপর রাগ করে আছেন।
ঘাড় নেড়ে তনি জানাল না।
--না! তাহলে গোটা সন্ধেতে একবার ও আমার সাথে কথা বললি না কেন?
--বাড়িতে পার্টি, ব্যাস্ত ছিলাম।
--এত ব্যাস্ত ছিলি কেকটাও নিজের হাতে দিতে আসা গেল না।সবাইকেই তো নিজের হাতে কেক খাবার দিলি শুধু আমি পেলাম না। কিরম একটা অভিমানী গলায় কথাগুলো বললো অমু।খুব মায়া হল তনির।কথা বলতে বলতে তনির দিকে পিঠ করে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পরেছে অমু। তনিও একই ভাবে অমুর পাশে গিয়ে দাঁড়াল
তনি--আমায় দোষ দিয়ে লাভ নেই।সব দোষ তোমার।
অবাক চোখে তনির দিকে তাকিয়ে অমু বলল...
--আমার দোষ! মানে? আমি আবার কি করলাম?
--...
--কি রে বল
--না কিছু না।
--বলবি?
--তুমি সেদিন সবার সামনে আমায় ওভাবে নিয়ে এলে কেন?
--কোনদিন? আচ্ছা তুই সেদিন কলেজের কথা বলছিস। সেতো সাত আট দিন হয়ে গেছে।হটাৎ সেই দিনের কথা কেন?
--তুমি জান তারপর থেকে সবাই আমাকে নিয়ে মজা করে, কিরম যেন একটা করে সবাই।
হা হা করে হেসে ফেলল অমু আচ্ছা এই ব্যাপার। তাই তুই বন্ধুদের সামনে দূরে দূরে থাকছিলি,কথা বলিসনি আমার সাথে।
--হুমম।
--তা কি বলে তোর বন্ধুরা? রাগী চোখে তাকাল তনি।অমুও মিটিমিটি হেসে যাচ্ছিল।রেগে চলে আসছিল তনি অমু ওর পথ আটকাল
--বল নাহলে যেতে দেব না।
বিরোক্তি মাখানো গলায় তনি বলল
--অমু দা...বুঝতে পারছ না বুঝি কি বলে সবাই মজা করে...
--না বুঝতে পারছি না তো,আর না বোঝালে কিন্তু যেতে দেব না।
-- আমি কিন্তু দীপ্তি দিকে...
--ছি ছি একেতো তো দুজন সময় পায়না। একটু সময় পেয়েছে নিজেদের জন্য তুই তাতেও ব্যাঘাত ঘটাবি। এটা আমি হতে দেব না।
পেছন ঘুরে তনি বলল
-- তুমি না...
--আমি কি?আচ্ছা ছাড় আগে বল কি বলে তোর বন্ধুরা আমায় নিয়ে?
তনি জানে আর উপাই নেই বলে যখন ফেলেছে উত্তর ওকে দিতেই হবে খানিকক্ষণ চুপ থেকে তনি বলল
-- ওরা বলে যে তুমি আমার, আম আমার
--বয়ফ্রেন্ড?
ওর ততলানো দেখে নিজেই উত্তর দিয়ে দিল অমু।
--হুমম
ওর অসহায় মুখটা দেখে অমু আবার হাসতে লাগল।
--আর তুই কি বলিস?
--আমি আবার কি বলব।
--আচ্ছা, তুই নাহয় আমার সাথে পার্টিতে কথা বলিসনি, কিন্তু ওরা তো পার্টিতে আমায় দেখেছে,কত গল্পই ভেবে নিতে পারে আমাদের নিয়ে, ভাববে হয়ত তুই লজ্জা পাচ্ছিলিস বা হয়ত আমাদের ঝগড়া হয়েছে....
--অমু দা!
--যাকগে আর কি কি বলে তোর বন্ধুরা।
--খুব মজা না। তুমি হাসা বন্ধ করবে?আর শোনো তুমি কিন্তু আর আমার কলেজে কখনো আসবে না আর কলেজে থাকার সময় অত বার ফোন ও করবে না।
--আমিতো করব, আর তোর কলেজেও যাব।
--খুব খারাপ হচ্ছে কিন্তু।
--তাই তাহলে আরো খারাপ হোক। কালই যাব তোর কলেজ।
--খুব খারাপ তুমি।তোমার আর কি?তোমার বন্ধুরা তো তোমায় নিয়ে মজা করছে না। সব তো আমায় শুনতে হচ্ছে।
অমু হাসতে হঠাৎ থেমে গেল।তনির পাশে এসে দাঁড়াল।চোখে চোখ রাখল।শান্ত গলায় বলল...
--তোর ফ্রেন্ডরা আমায় চেনে, আমার ফ্রেন্ডরা তোকে চেনে না,মজা করে না আমার সাথে এটাই তো।
--না না সেটা নয়...
--ঠিক আছে পরশু একটা পার্টি আছে তোকে নিয়ে যাব।
-- না না আমি সেটা কখন বললাম। তুমি ভুল বুঝছ।
--রেডি থাকিস কিন্তু...আর শোন বলতে ভুলে গেছি 7 তারিকে মানে তার পরের দিনই আমি টুরে যাচ্ছি,একটা ইন্টারভিউ আছে তিন দিনের জন্য।
--আচ্ছা,আমিও ভাবছিলাম বাড়ি যাব পরের সপ্তাহে। আমার কলেজও ছুটি আছে ,তাই।
--এখনই যাবি, আমি ফিরি তারপর নাহয় একসাথে যাব।
--তুমি তো শুধু সেই শনি রবি দেখে যাবে দুদিন থেকেই চলে আসতে হবে। আমি আগেই যায় না, তুমি ট্যুর থেকে ফিরে এসে ,এস।অনেক দিন বাড়ি যায়নি আমি যায়?
--আচ্ছা সে পরে দেখা যাবে। পরশু রেডি থাকিস।তোর জন্য সারপ্রাইজ আছে।
--কি সারপ্রাইজ?
এই সময় সায়ন অমুকে ডাকল।
--সায়ন দা ডাকছে। আসি।পরশু রেডি থাকিস।
--সাবধানে যেও।

দু দিন পর...
তনি রেডি হচ্ছে। একটা লাল পার্টি গাউন পরেছে।দীপ্তি ওকে সাজিয়ে দিয়েছে,কাজল, লাল লিপস্টিক,ম্যাচিং কানের দুল দিয়ে।সাজানো হলে করি আঙুলে ছোট্ট কামড় দিয়ে বলল কারুর যেন নজর না লাগে। তবে একজনের চোখ তো আজ সড়বেই না।
--দিদি তুমিও।
--আরে দেখিস সত্যি সত্যি তোর ওপর থেকে চোখ সরাতে পারবে না।আজই তোকে প্রোপোজ না করে বসে।
--দিইইই কি সব বলছ তুমি!
--আচ্ছা ঠিক আছে আর লজ্জা পেতে হবে না যাও।
একটু পরে অমু এল,সত্যিই অমু ওর দিকে তাকিয়ে কোনো কথা বলতেই পারছিল না।এক দৃষ্টিতে তাকিয়েই ছিল।
দীপ্তি একটু কেশে বললো...
--পার্টিতে দেরি হয়ে যাচ্ছে না।
অমু--হুমম, যাওয়া যাক।
পার্টিতে...
ওরা পার্টিতে এল, অমু সবার সাথে তনির পরিচয় করিয়ে দিচ্ছিল।অমু তনিকে বলল এখনও একজন আছে যার সাথে তোর পরিচয় করানো বাকি,খুউব স্পেশাল।তারপর একটা সারপ্রাইজ আছে।
এই সময় একটা মেয়ে অমুকে ডাকল মেয়েটা কাছে এল এসে অমুকে হাগ করল। অমুও জড়িয়ে ধরল ওকে।তনিকে দেখিয়ে বলল ও তনি, আর তনি ওর কথায় তোকে বলছিলাম ও পৌলমি,পল। শুনেছিস তো ওর কথা। তনি কয়েকবার অমুর মুখে ওই নামটা শুনেছে ,খুব নাম করে ওর।
পৌলমি--আচ্ছা এই তাহলে তনি।খুব মিষ্টি।কিন্তু অম্বর শোন না দরকার আছে, তুই আমার সাথে একটু আয়।
--আরে কি হয়েছে।
--তুই আয় বলছি।
--তনি তুই বোস আমি আসছি। বলেই অমু চলে গেল পৌলমি ওকে টানতে টানতে নিয়ে গেল।তনির চোখের সামনে ভিড়ের মধ্যে ওরা মিলিয়ে গেল। তনির একটু অদ্ভুত লাগল ব্যাপার টা।
ওরা যেতেই অমুর friend রা তনিকে ঘিরে ফেলল। তনি সবার সাথে হেসে হেসে কথা বলছিল।একটু পরেই সবাই নিজের নিজের পার্টনার দের সাথে বা friend দের সাথে চলে গেল।তনি একা পরে রইল।খানিক ক্ষণ পরেই দুটো ছেলে পাশে কথা বলছে অমুকে নিয়ে ,বোধয় ওরা এই মাত্র এল,অমুর নাম টা শুনে তনির কানে কথাটা গেল
--কে অম্বর?
--হ্যাঁ রে
--একটা মেয়েকে নিয়ে এসেছে?
--হ্যাঁ রে
--তুই দেখেছিস?
--না রে মেয়েটাকে দেখিনি।ওরা সবাই বলছে,ওর গার্ল ফ্রেন্ড হবে।
--ধ্যাৎ, ওর তো তিন বছর ধরে পৌলমির সাথে affaier চলছে।
--কি জানি কি ব্যাপার?
এটা শোনার পরই যেন তনি চমকে উঠল।জোরে জোরে স্বাস নিতে শুরু করল।খুব অস্বস্তি হতে লাগল। ভাল লাগছে না এখানে থাকতে।যদিও ওর মন বলছে এটা হতে পারে না ,কি করে হতে পারে? চেয়ার ছেড়ে উঠে পরলো তনি।এদিক ওদিক খুঁজতে লাগল অমুকে।একটু সামনে যেতেই অমুকে দেখতে পেল ডান্স ফ্লোরে পৌলমির সাথে ডান্স করছে।খুব কাছাকাছি ঘনিষ্ঠ ভাবে দাঁড়িয়ে আছে দুজনে।পৌলমির দু বাহু অমুর দু কাঁধে।অমুর হাত ওর কোমড়ে জড়ানো।
ওদের দুজনকে দেখে তনির মনে হচ্ছে কেউ যেন ওর বুকে হাতুড়ি পেটাচ্ছে।তবুও ওর মন বলছে যা শুনল সব মিথ্যে, ওরা বন্ধু, খুব ভালো বন্ধু।
আর একটা মন বলছে তাহলে তোকে একা রেখে চলে গেল কেন?আগে তো কক্ষনো এরম করেনি।কেন একবারও এল না তোর কাছে। বন্ধুর সাথে নাচ করতে এতটাই ব্যাস্ত যে একবারও তোর কাছে আসা তো দূরের কথা তোর দিকে তাইকিয়েও দেখল না।তোর কথা তো ভুলেই গেছে তোর অমুদা।
মাথায় প্রশ্নের ভিড় নিয়ে অমুকে ডাকতে যাবে তনি ঠিক সেই সময় পৌলমি কাকে দেখে যেন হাত নাড়ল, তারপর অমুর হাত ধরে ওকে নিয়ে চলে গেল।তনি ওদের পেছন পেছন গেল।
অমুদের খানিকটা পেছনেই দাঁড়িয়ে আছে তনি, স্পষ্ট শুনতে পাচ্ছে পৌলমি কাকে যেন বলছে মিট মাই বয়ফ্রেন্ড, অম্বর।
এটা শোনার পর আর ডাকতে পারল না তনি,ধীরে ধীরে পিছিয়ে এল, অমু জানতেও পারল না। ছুটতে ছুটতে এসে ওয়াশ রুমে ঢুকল। অঝোরে কাঁদতে লাগল। ওর মনে হচ্ছে যেন ওর সবকিছু শেষ হয়ে গেছে।
চলবে.....


© All Rights Reserved