বন্ডের একাল-সেকাল
নাঃ, টিমোথি ডাল্টনই শেষ জেমস্ বন্ড। প্লিজ, কথাটা শুনে কেউ আমাকে মারতে আসবেন না। কেউ-কেউ ত বলেন, ব্রসনানই সর্বশ্রেষ্ঠ বন্ড। কেউ বা বলেন, ব্রসনান স্টাইলিশতম, কেউ বলেন, সেক্সিয়েস্ট। আমি এর কোনোটাই বলি না। যদিও ব্রসনানের তুল্য সুদর্শন, ভদ্র ও বলিষ্ঠ অভিনেতা কমই এসেছেন Hollywood-এ। তাঁকে প্রথম পর্দায় দেখি বন্ড হিসেবে নয়, দানিএল ডেফোর রবিন্সন ক্রুশো-রূপে। পরে তাঁর অনবদ্য অভিনয় দেখেছি BUTTERFLY ON A WHEEL ও THE THOMAS CROWN AFFAIR-এ। তারপর, আমার কাছে বন্ড-অবতারে ধরা দিলেন এই Irishman. কিন্তু সিনেমার বন্ডকে তিনি ‘রোবট’ বানিয়ে তুললেন। যদিও তিনি নায়িকাকে পেলেই সযত্নে চুমু খান, তবুও গুপ্তচরবৃত্তিতে তিনি দঢ় নন, কারণ কোনো কাজই তিনি করেন না। হয় তাঁর সর্বগুণী Rolex watch বা তাঁর অদৃশ্য BMW-ই (Die Another Day মনে পড়ছে?) কাজটি সাল্টে দেয়!
ড্যানী ক্রেগকেই এখন অর্ধেক লোক বন্ড হিসেবে মানেন ও জানেন। এই ইংরাজ অভিনেতা ভীষণরকম পেশীবহুল, পেটে six pack...
ড্যানী ক্রেগকেই এখন অর্ধেক লোক বন্ড হিসেবে মানেন ও জানেন। এই ইংরাজ অভিনেতা ভীষণরকম পেশীবহুল, পেটে six pack...