...

4 views

সত্য কথা - অর্ঘ্যদীপ চক্রবর্তী
এই ব্রহ্মাণ্ডে কোন কিছুই চিরস্থায়ী নয়।
যেমন সৃষ্টি আছে তেমন ধ্বংস আছে। এই চাঁদ সূর্য গ্রহ তারা যেমন সৃষ্টি হয়েছে তেমন ধ্বংসের পথে এগোচ্ছে। পৃথিবীও ধ্বংসের পথে এগোচ্ছে।একটি একটি করে সময় এগোচ্ছে এই ব্রহ্মাণ্ড ধ্বংসের পথে এগোচ্ছে।
এটাই তো সত্য। সত্যই সর্বদা ঘটে। অতীতে যা ঘটেছে তা সত্যই ঘটেছে। বর্তমানে যা ঘটছে তা সত্যই ঘটছে। ভবিষ্যতে যা ঘটবে সত্যই ঘটবে। কখনো কখনো সত্যকে চাপা দেওয়ার জন্য মিথ্যা ব্যবহৃত হয়। কিন্তু মূলে তো সেই সত্যই ঘটছে। কাজেই যা সত্য তা মেনে নিতে হয়।
সত্য কখনো মিথ্যা হয় না। সত্য খারাপ শুনতে লাগলেও তা সত্যই হয়।
আমরা যা কিছু চারপাশে দেখছি তা সবই সত্য। মিথ্যার তো কোনো স্থান নেই। মিথ্যা তো সাময়িক। সত্যই চিরস্থায়ী।
যেমন সৃষ্টি সত্য তেমন ধ্বংস সত্য। যেমন জন্ম সত্য তেমন মৃত্যু সত্য। ব্রহ্মাণ্ড এই দুটি সত্যের উপর নির্ভরশীল। পৃথিবীর প্রতিটি প্রাণী সারা জীবনে কোনো সত্য মানুক বা না মানুক এই দুটি সত্য মানে এবং মানতে হয়ই।অল্প কয়েকটা দিনের জন্য পৃথিবীতে আসা।কেউ আজ পর্যন্ত পৃথিবীতে এসে থেকে গেছে এমন হয়নি। যারা আগে এসেছে তাদের সবাইকেই চলে যেতে হয়েছে, যারা বর্তমানে রয়েছে তারাও চলে যাবে, যারা ভবিষ্যতে আসবে তারাও চলে যাবে।এটাই তো সত্য।

৪/১১/২০২৩
© arghyadeepchakraborty