...

0 views

লড়াই
আজ ভীষণ মেঘ করেছে জানিস। আকাশ অন্ধকার, চারিদিকে একটা গুমোট ভাব। মনে হচ্ছে সবকিছু থেমে আছে, কিছু মানুষের মুখে দুঃখের ছবি।

যাই হোক, যেটা তোকে বলার ছিল কিছুক্ষণ আগেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। হ্যাঁ রে আর পারলাম না, অনেক যুদ্ধ করেও যেমন তোকে ধরে রাখতে পারিনি, তেমনই শেষ পর্যন্ত শ্বাসটা ধরে রাখতে পারিনি, জানিতো ওতে আমার হাত নেই। তবুও লড়াই করে গেছি এই নিঃশ্বাস আটকে রাখার। নাহ্ আরও কিছুটা সময় বাঁচার জন্য নয়, শুধু তোকে শেষবারের মতো দেখার লোভে, সেই হেরেই গেলাম!
শোন্ রিনি আমি চললাম ওপারে,...