...

2 views

"এক বছরের পূর্তি"
-" দেখো,আমি বেশি ঘুরিয়ে ফিরিয়ে বলবো না,কারণ ইশারা তুমি এমনিও বুঝতে পারো না ।
তোমাকে ভালো লাগে,কারণ তুমি সত্যিই ভালো , এর অনেক কারণ আছে,যা তোমায় এতটা আলাদা বানায় -
তোমার সেই মিষ্টি কথাগুলো,যা শুনলে আমি আমার দিনরাত কাটাতে পারি...
তোমার সেই মিষ্টি হাসি,যাকে দেখলে আমি আমার সব কষ্ট ভুলতে পারি....
তোমার সেই গভীর চোখ,যেখানে আমি অনায়াসে ডুবে যেতে পারি...
তোমার সেই আমার ওপর রাগ করা, এখন এই রাগ জিনিসটাও যে তোমার,তো ভালো তো হবেই...
তুমি জানো,না জানো,কিন্তু জানা উচিত, যে তোমার খুশিতে কেউ একজন খুশি,আর তোমার দুঃখে হয়ে সবচেয়ে বেশি দুখী......"

সত্যি এরকম কত চিঠি,কত গল্পঃ,কত কবিতা লিখেছিলাম সেই সময়....আজ ভাবলে হাসি ছাড়া আর কিছু পায় কি??
এইযে এখন ঝিল পারে বসে, হাতে এই চিঠি নিয়ে আপন মনে ভেবে চলেছি, সেই পুরোনো দিনের কথা,এটাও কি হাস্যকর নয় ??

জানি না আমি, আজ প্রায় দুবছর হয়ে গেছে,এইযে একলাই আসি এখানে,দুবছর আগে পর্যন্ত বন্ধুদের সাথে আসতাম,তারপর খালি ওর সাথে.....আর এখন...একলাই....

* * * * * *

[দু-বছর আগে]
আমরা তিন বন্ধু এখনো ঝিল পাড়ে বসে,বলতে গেলে বাকি দুজন একটু ওপরে বসে,কিন্তু আমি একলা একটু নিচে ঝিলের কাছে বসে আছি....
হঠাৎ পেছন থেকে ওরা ডাক দিল....আমি উঠে পড়লাম,আর এগিয়ে গেলাম ওদের দিকে,তবে যেতে যেতেই হঠাৎ থমকে গেলাম একজনকে দেখে....
মনে হলো এখন এই ঝিল পারে,যেন সময়টা হঠাৎ থমকে গেছে .......অথবা একটু বেশি যেন আস্তে চলছে....
সৌরভ বলে উঠলো -" কি রে, এখানে প্রকৃতিকে উপভোগ করার জায়গায় একজন তো অন্য কিছুই উপভোগ করছে..."
আমাকে উদ্দেশ্য করেই যে কথাটা বললো সৌরভ,সেটা বুঝতে অসুবিধা হয়নি। কারণ তারাও দেখেছে যে আমার চোখ কোথায় গিয়ে আটকেছে।
বললাম:...