ছায়াময় ঋতুরাজ
ছবি গুলো আস্তে আস্তে ঘুম কেড়েছে বাড়ির সবার, সাক্ষরটাও অবিকল একই রকম, এটাই এক গভীর বিস্ময় !! কেউ বলে মাথাটা হয়ত একদম গেছে মেয়েটার, আবার কেউ বলে গভীর অবসাদ ....কিন্তু, কিছু জিনিস সত্যিই হয়ত অলীক ।
আজ অফিস থেকে ফিরে একবার দেখা করলাম মিস্টার সেনের সঙ্গে তিনিই এই কেশটার তদন্ত করছেন, তিনি আজও কোনো সদুত্তর দিতে পারলেন না, কথার ইঙ্গিতে বোঝালেন তদন্ত চলছে এখনও কোনো ক্লু আমরা হাতে পাইনি ....আর তা ছাড়া এ রকম চিত্রশিল্পীদের বাইরে নানান কেচ্ছা থাকে বুঝতেই পারছেন ....। ঋতুরাজের মৃত্যুটা যেন ধোঁয়াশাচ্ছন্ন, এর জন্য আমরা কোনোরকম প্রস্তুত ছিলাম না, এখনও সে'ই দৃশ্যটা...
আজ অফিস থেকে ফিরে একবার দেখা করলাম মিস্টার সেনের সঙ্গে তিনিই এই কেশটার তদন্ত করছেন, তিনি আজও কোনো সদুত্তর দিতে পারলেন না, কথার ইঙ্গিতে বোঝালেন তদন্ত চলছে এখনও কোনো ক্লু আমরা হাতে পাইনি ....আর তা ছাড়া এ রকম চিত্রশিল্পীদের বাইরে নানান কেচ্ছা থাকে বুঝতেই পারছেন ....। ঋতুরাজের মৃত্যুটা যেন ধোঁয়াশাচ্ছন্ন, এর জন্য আমরা কোনোরকম প্রস্তুত ছিলাম না, এখনও সে'ই দৃশ্যটা...