শেষ উপন্যাস
অনেক গল্প অনেক কবিতা অনেক টুকরো কথা অনেক কথোপকথন আর বেশ কিছু জীবন সংক্রান্ত ঘটনা নিয়ে আমার জীবন। আমি একজন সাধারণ মানুষ। যার জীবন অতিবাহিত হয় না খেয়ে ছেঁড়া কাপড় জামা পরে আর ধার দেনাতে। সত্যি বলতে জীবনটা পুরো একটা Cinematics looks নিয়েছে। একদম অন্যরকম। সেই কোনো এক অভাবের সংসারের গল্প।যেমন ধরো ওই সহজ পাঠের গপ্পো। দেখেছো তো নিশ্চয়। না না ওটা বললে ভুল হবে বুঝলে।আমার অবস্থা তার থেকেও বেকার। মানে ধরে নাও জাহান্নামে আছি।
লে কলা বকেই যাচ্ছি সেই থেকে। নিজের পরিচয় টাই তো দেওয়া হয়নি। আজ্ঞে অধমের নাম বংশীচরণ মজুমদার। ইয়ে মানে লোকে সবাই বোংশে বলে ডাকে। যাইহোক, কাজের কথায় আসা যাক।
ঘরে আছে বলতে মা, অসুস্থ বাবা...