মহেন্দ্র সিং ধোনির বিদায়
ধোনি বিদ্যালয় জীবনের প্রথম দিকে ছিলেন একজন গোল রক্ষক। তিনি জেলা স্তর পর্যন্ত ফুটবল খেলেছিলেন। তারপর তার খেলার শিক্ষক এর অনুরোধেই একপ্রকার বলা যায় তার ক্রিকেট জীবনের শুরু। তখন থেকেই তিনি তাঁর বিদ্যালয় দলের হয়ে এবং ক্লাব দলের হয়ে ক্রিকেট খেলতে শুরু করেন। তিনি বিদ্যালয় দল এবং ক্লাব দলের হয়ে উইকেট রক্ষক/ব্যাটসম্যানের ভূমিকায় খেলতেন। ভালো খেলার সুবাদে তিনি জেলা স্তরে খেলার সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগুলো কাজে লাগিয়ে তিনি আসতে আসতে ধাপে ধাপে এগিয়ে গিয়েছিলেন। এরপর তিনি পশ্চিমাঞ্চল দল এবং দলীপ ট্রফি খেলার সুযোগ পেয়েছিলেন। তারপর তিনি রঞ্জি ট্রফি খেলার সুযোগ পেয়েছিলেন।এই প্রতিযোগিতা গুলিতে ভালো খেলার সুবাদে বি.সি.সি.আই(BCCI:-Board of Control for Cricket in India) তাঁকে নিয়ে...