...

5 views

মহেন্দ্র সিং ধোনির বিদায়

ধোনি বিদ্যালয় জীবনের প্রথম দিকে ছিলেন একজন গোল রক্ষক। তিনি জেলা স্তর পর্যন্ত ফুটবল খেলেছিলেন। তারপর তার খেলার শিক্ষক এর অনুরোধেই একপ্রকার বলা যায় তার ক্রিকেট জীবনের শুরু। তখন থেকেই তিনি তাঁর বিদ্যালয় দলের হয়ে এবং ক্লাব দলের হয়ে ক্রিকেট খেলতে শুরু করেন। তিনি বিদ্যালয় দল এবং ক্লাব দলের হয়ে উইকেট রক্ষক/ব্যাটসম্যানের ভূমিকায় খেলতেন। ভালো খেলার সুবাদে তিনি জেলা স্তরে খেলার সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগুলো কাজে লাগিয়ে তিনি আসতে আসতে ধাপে ধাপে এগিয়ে গিয়েছিলেন। এরপর তিনি পশ্চিমাঞ্চল দল এবং দলীপ ট্রফি খেলার সুযোগ পেয়েছিলেন। তারপর তিনি রঞ্জি ট্রফি খেলার সুযোগ পেয়েছিলেন।এই প্রতিযোগিতা গুলিতে ভালো খেলার সুবাদে বি.সি.সি.আই(BCCI:-Board of Control for Cricket in India) তাঁকে নিয়ে ভাবতে শুরু করলেন। সেই সময় ভারতীয় দলের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলী তখন ভারতীয় দলের নির্বাচক কমিটির সদস্যরা তার সাথে কথা বলে তারা ঠিক করেন ধোনিকে একবার সুযোগ দিয়ে দেখা হোক। তখন তারা ধোনিকে সুযোগ দিয়েছিলেন এবং ধোনি প্রথম দিকে কয়েকটি ম্যাচে রান না পেলেও তার পরের ম্যাচ গুলিতে ভালো খেলে ভারতীয় দলে তার জায়গা পাকা করে ফেলেছিলেন। তারপর তিনি একের পর এক ম্যাচে ভালো রান করতে থাকলেন। সেই সময় তিনি খুব ভালো এবং দক্ষ উইকেট রক্ষকের কাজটাও চালিয়ে যাচ্ছেন। একের পর এক ম্যাচে তিনি সেঞ্চুরি,হাফ সেঞ্চুরি এবং দারুণ ভাবে উইকেট কিপিং করতে থাকলেন। তারপর তিনি ২০০৭ সালে সাউথ আফ্রিকায় ICC T20 WORLD CUP খেলার জন্য দল গড়েছিলেন কম বয়সী খেলোয়াড়দের নিয়ে এবং সেই বিশ্বকাপে তিনি (ধোনি) তাঁর নেতৃত্বাধীন দলকে প্রথম ICC T20 WORLD CUP জিতিয়েছিলেন। এরপর তিনি ২০১০ সালে ভারতকে এনে দিয়েছিলেন ASIA CUP এর ট্রফি। এরপর তিনি ২৮ বছর পরে ভারতকে আবার ICC ODI WORLD CUP জিতিয়েছিলেন ২০১১ সালে। তারপর তিনি ২০১৩ সালে ভারতকে ICC CHAMPIONS TROPHY এনে দিয়েছিলেন। এরপর আবার তিনি ২০১৬ সালে ভারতকে ASIA CUP TROPHY জিতিয়েছিলেন। এইধরনের ODI WORLD CUP, T20 WORLD CUP, CHAMPIONS TROPHY এবং ASIA CUP এর মতো প্রতিযোগিতা জেতানো ছাড়াও তার আরও একটা ভারতীয় ক্রিকেট টিমকে এনে দেয়ার জিনিস হচ্ছে ২০০৯ সালে ভারতকে TEST CRICKET এর Ranking এ এক নম্বর স্থানে এনে দেয়া। এই মানুষটি খুবই শান্ত প্রকৃতির এবং ঠান্ডা মাথার মানুষ মাঠে এবং মাঠের বাইরে। এই মানুষটি শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালের ৯ই জুলাই। তারপর থেকে তাকে নিয়ে অনেক জল্পনা তৈরি হয়। তিনি এমনই একজন মানুষ যে এতো কিছু হবার পরেও তিনি একবারের জন্য ও কোনো কথা বলেননি। অবশেষে তিনি ৭৪ তম স্বাধীনতা দিবসে অর্থাৎ ২০২০ সালের ১৫ই আগস্ট সন্ধ্যা ৭টা ২৯মিনিটে তাঁর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করলেন শুধুমাত্র ইনস্টাগ্রামে একটি ভিডিও এবং তার সাথে কিছু কমেন্টের পোস্টের মাধ্যমে। তিনি এমনই একজন মানুষ যিনি কোনো প্রেস কনফারেন্স, কোনো অ্যানাউনসমেন্ট , কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট কিছুই করেননি। এখন এবার BCCI কে ধোনির বিকল্প উইকেট কিপার খুজে বার করতে হবে।সর্বদা ধোনি আমাদের সকলের মনে প্রানে থেকে যাবে। ধোনির থেকে আমাদের মতো অল্প বয়সি ক্রিকেটারদের কিছু শেখা উচিত। ধোনি সবসময় আমাদের অনুপ্রাণিত করে।সবসময়ের সেরা উইকেট কিপার/ব্যাটসম্যান ধোনিকেই বলতে হবে এখনও পর্যন্ত।
-লেখায় স্বপ্নীল দে