অঞ্জনা ভৌমিক
ছোটবেলা থেকেই অঞ্জনা ভৌমিকের ওপর আমার দারুণ মুগ্ধতা! উঠতি কৈশোরে এমনটাও মনে হত যে, গারল্ ফ্রেনড্ বা বউ হলে যেন অঞ্জনা ভৌমিকের মতনই হয়! এখনও তাঁর ছবি দেখলেই সে কথা মনে পড়ে–মুখে একটু স্মিত হাসিও চলে আসে।
খুব বেশি ছবি করেননি তিনি, কিন্তু উত্তম কুমারের সঙ্গে তাঁকেই আমার সবচে’ ভাল্লাগতো! এখনও লাগে! যদিও সৌমিত্রর সঙ্গেও একটা সফল ছবি করেছেন তিনি, তবুও তিনি আমাদের কাছে আজও যেন উত্তম কুমারেরই নায়িকা! তবে উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে যে ক’টি ছবি করেছেন তিনি, তার মধ্যে তিনটি ছবিতেই তাঁর চরিত্রটি মারা যাচ্ছে—‘রাজদ্রোহী’র চিন্তাবেন, ‘চৌরঙ্গী’র সুজাতা মিত্র এবং ‘রৌদ্রছায়া’র...
খুব বেশি ছবি করেননি তিনি, কিন্তু উত্তম কুমারের সঙ্গে তাঁকেই আমার সবচে’ ভাল্লাগতো! এখনও লাগে! যদিও সৌমিত্রর সঙ্গেও একটা সফল ছবি করেছেন তিনি, তবুও তিনি আমাদের কাছে আজও যেন উত্তম কুমারেরই নায়িকা! তবে উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে যে ক’টি ছবি করেছেন তিনি, তার মধ্যে তিনটি ছবিতেই তাঁর চরিত্রটি মারা যাচ্ছে—‘রাজদ্রোহী’র চিন্তাবেন, ‘চৌরঙ্গী’র সুজাতা মিত্র এবং ‘রৌদ্রছায়া’র...