...

7 views

বিষন্নতা
ভোর রাত থেকেই বৃষ্টি সেদিন । এত বৃষ্টি যে সামান্য দূরত্বের ব্যবধান হয়েও সময়ের মধ্যেই পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। রুক্ষ পাহাড়ের উপর থেকে স্রোত বয়ে যাচ্ছিল, দেখে মনে হয়েছিল পাষানের
বুকের ভেতর থেকে যেন সমস্ত কৃতকর্মের ফল প্রকাশ করে শান্ত হতে চাইছিল !

ভেতর ভেতর পৃথিবীর সকল প্রকার বস্তু ও প্রাণী ব্যথা অনুভব করে, এই দৃশ্য তারই প্রমাণ। জন্মের পর যখন পরিবারের সদস্যরা জানতে পারে ছেলে না হয়ে মেয়ে হয়েছে ! ঠিক তেমনই।

সকাল সকাল বেড় হতে হবে, যত দ্রুত সম্ভব। বাঁধভাঙা বৃষ্টি যেন প্রতিজ্ঞা করেছে না থামার, ঘন কালো মেঘ কোথা হতে যে আসছে আর আকাশ ছেয়ে ফেলছে তার ইয়ত্তা নেই। শুধু বজ্রের আলোয় আলোকিত করছে মাঝে মাঝেই সারা আকাশ। আসন্ন বিপদ বুঝেই বেড়লাম তড়িঘড়ি । দু-দুটো বাস পাল্টে যখন স্টেশনে পৌঁছলাম, দেখি ট্রেন মহাশয় তাঁর মহামূল্যবান মুহূর্ত বাঁচিয়ে অনেক আগেই রওনা হয়েগেছেন।

মুহূর্তের বিষন্নতা গ্রাস করল সারা শরীর। প্লাটফর্ম যেন বৃষ্টির শেষ আয়োজনে ব্যস্ত । আলাপ ও কোলাহল ছড়ায় একান্ত গোপনে চোখের জল বর্ষণ করে চলেছে । ছেলেটা সেদিন বুজেছিল ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সমস্ত জগত অন্ধকার। কেবল সময়ের উপহাস !



#SoloTravelers #shortstory #story #writer #RajuGarai

© কলমে...শ্রী রাজু গরাই