...

6 views

# Teenage love
— সায়ন , আমার তো মনে হয় না বৃষ্টি আর তোর এই নেকামোগুলো বেশিদিন টিকবে ।
— জানি তো ।
— তবে ওকে ধরে রাখার চেষ্টা কেন করছিস ?
—যাতে break up -এর কারণটা আমি না হই ।
আমি সেদিনও জানতাম আর আজ ও জানি ওর মনের কোনোখানেই আমার জন্য স্থান নেই । চাইলে হয়ত জায়গাটা করে নিতে পারতাম , কিন্তু করিনি । চাইলেই দু'বছর আগে বৃষ্টি যখন আমাদের জীবনে এসেছিল তখন ওকে সরিয়ে দিতেই পারতাম , আজ গল্পটা কিছুটা অন্যরকম হতেই পারত , কিন্তু করিনি । সায়ন আমাকে নিজের best friend বলে , ওর মনের সব কথা আমায় বলে , কিন্তু আমি ওর best friend হতেই পারলাম না ।
আমি এটাও...