...

10 views

মন যা বলে
আজ আবার তার সঙ্গে দেখা হলো।আমি কথা বলবো ভাবলাম কিন্তু নিজের অনুভূতি প্রকাশ করে ফেলার
ভয়ে আর তার কাছে গেলাম না।এমনিতে লোকটা বেজায় শান্ত কিন্তু
একবার রেগে গেলে কারোর রেহাই নেই।যত সুন্দরী দানাকাটা পরী হোক না কেন কাঁদিয়ে ছাড়বে।মানে আমার মায়ের জামাই একটু রাগ প্রধান প্রকৃতির।গালে টোল ফেলে যখন হাসে
মনে হয় কানের কাছে কেউ মিষ্টি সুরে
রবি ঠাকুরের গান শোনাচ্ছে।চোখ দুটো
এতটাই প্রাণবন্ত যে সামনে বসিয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করে।
রোজ ভাবছি আজ বলবো দিনের পরে রাত চলে যায়,রাতের পরে দিন।
কাল নতুন বছরের প্রথম দিন কাল নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে
মনের কথাটা বলা যেতে পারে।
বাড়ি ফিরে গোলাপি গোলাপের অর্ডার
দিলাম।এলার্ম দিয়ে রাখলাম।রাতের খাওয়া সেরে ঘুমোতে গেলাম।
আজ গোলাপি গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছি তার দেখা নেই।কি যে করি?
এভাবে বোকার মতো কখনো কারোর জন্য ফুল হাতে দাঁড়ায় নি।এমা কি বোকা বোকা লাগছে নিজেকে ।মনের কথা বললে রাগ করতে পেতে।এই সাত পাঁচ ভেবে ফিরে যেতে গিয়ে দেখি আমার সামনে সে দাঁড়িয়ে।ভীষন অপ্রস্তুত হয়ে তার সঙ্গে দু পা চলার কথা বললাম পরিণতি কি হবে তা বুঝতে পারিনি। সে এমনভাবে রূঢ় প্রত্যাখ্যান করলো আর তাকে কিছু বলার সাহস হলো না।যাবে না সে কথাতা একটু আসতে একটু কোমল ভাবে বললে কি আমি শুনতাম না ,আঘাত দিয়ে এটা বুঝিয়ে দিলো আমি তার যোগ্য নয়।আঘাত যত জোরে হয় ততই সেটা মরমে লাগে।
আর আমি আমার মনের খবর রাখি না।এ জগতে ভালো মনের কোনো কেউ দাম দেয় না।