ভুতুড়ে দীঘী
ভুতুড়ে দীঘী
বিমলের আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এখন হাতে অনেক দিনের ছুটি আছে। রেজাল্ট বের হতে এখন অনেক দেরি। রেজাল্ট বের হলে তারপর কলেজে ভর্তির কথা ভাবা যাবে।
এখন ছুটিতে কোলকাতার বাইরে কোথাও কোনো আত্মীয়র বাড়ি বেড়াতে গেলে ভাল হয়।
বিমলের মা বলল " সাতবেড়ায় তোর মামাবাড়ি থেকে একবার ঘুরে আয়। অনেকদিন হয়ে গেল তুই মামার বাড়ি যাস না। সেই ছোটবেলায় কবে গিয়েছিলি তার পর আর তোর যাওয়া হয় নি।"
মায়ের কথাটা বিমলের মনে ধরল সে বলল " কাল সকালেই হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে সাতবেড়ার উদ্দেশ্যে রওনা হব।"
বিমল মনে মনে ভাবল সাতবেড়ায় গেলে মামা মামির সাথে দেখাও হবে আর মামাতো ভাইয়ের সাথে সারা গ্রাম ঘুরে বেড়ানো যাবে।
পরদিন সকালে হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে বিমল বর্ধমান নামল।
বর্ধমান থেকে বাস ধরে বিমল সাতবেড়া পৌঁছালো তখন প্রায় বিকেল হয়ে গেছে।
সাতবেড়ায় বিমল তার মামাবাড়ি পৌঁছাতেই বিমলের মামা মামি বিমলকে দেখে বেজায় খুশি হলেন।
বিমলের মামা বিমলকে বললেন " না জানিয়ে আসলি কেন? এখন সন্ধ্যা বেলায় এই পাড়াগায়ে মাছ মাংস ভাল মন্দ খাবার কিছু পাবো না। যা পাওয়া যাবে তা কাল সকালে।"
বিমল বলল " তোমায় এইসব কিছু ভাবতে...
বিমলের আজ উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এখন হাতে অনেক দিনের ছুটি আছে। রেজাল্ট বের হতে এখন অনেক দেরি। রেজাল্ট বের হলে তারপর কলেজে ভর্তির কথা ভাবা যাবে।
এখন ছুটিতে কোলকাতার বাইরে কোথাও কোনো আত্মীয়র বাড়ি বেড়াতে গেলে ভাল হয়।
বিমলের মা বলল " সাতবেড়ায় তোর মামাবাড়ি থেকে একবার ঘুরে আয়। অনেকদিন হয়ে গেল তুই মামার বাড়ি যাস না। সেই ছোটবেলায় কবে গিয়েছিলি তার পর আর তোর যাওয়া হয় নি।"
মায়ের কথাটা বিমলের মনে ধরল সে বলল " কাল সকালেই হাওড়া থেকে লোকাল ট্রেন ধরে সাতবেড়ার উদ্দেশ্যে রওনা হব।"
বিমল মনে মনে ভাবল সাতবেড়ায় গেলে মামা মামির সাথে দেখাও হবে আর মামাতো ভাইয়ের সাথে সারা গ্রাম ঘুরে বেড়ানো যাবে।
পরদিন সকালে হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে বিমল বর্ধমান নামল।
বর্ধমান থেকে বাস ধরে বিমল সাতবেড়া পৌঁছালো তখন প্রায় বিকেল হয়ে গেছে।
সাতবেড়ায় বিমল তার মামাবাড়ি পৌঁছাতেই বিমলের মামা মামি বিমলকে দেখে বেজায় খুশি হলেন।
বিমলের মামা বিমলকে বললেন " না জানিয়ে আসলি কেন? এখন সন্ধ্যা বেলায় এই পাড়াগায়ে মাছ মাংস ভাল মন্দ খাবার কিছু পাবো না। যা পাওয়া যাবে তা কাল সকালে।"
বিমল বলল " তোমায় এইসব কিছু ভাবতে...