"বোন=প্রেমিকা?"
-"ঐই ভাই,সত্যিই বলতে অন্য কোথাও চল তো,
ঘোরাতে বললেই, এইখানেই নিয়ে আসিস,কেনো বল তো?" বললো তানিশা।
সত্যিই...অনেকদিন পর বেরোলেও আজও এই ঝিল পাড়ে বোনকে নিয়ে এলাম; সত্যি বলতে একটা আলাদাই স্মৃতি জড়িয়ে রয়েছে এই জায়গার সাথে।
বললাম-
-"আচ্ছা বোনু,আগে বল,যে তুই এটা প্রশ্ন করলি,নাকি কবিতা শোনালি!"
-"তুই যেটা ভাববি,সেটাই! আসলে কবিতার মধ্যে দিয়ে প্রশ্ন করলাম...তুই তো আবার কবি মানুষ,কবিতা বেশি ভালো বুঝিস,আর তোর বোন হিসেবে,আমিও খারাপ লিখি না,কি বলিস?"- হেসে বললো তানিশা।
সত্যিই তো,মেয়েটা ঘোরার কথা বললেই এখানে নিয়ে আসি। অন্য এতো জায়গা থাকতে এখানেই । কারণটা কি বলবো?বুঝতে কি পারবে? যদিও বয়সে দুবছরের ছোট হলেও সব কিছুই বোঝে।কিন্তু এই ব্যাপারটাই অন্যরকম! তাই একটু রাগের সহিতই বললাম -
-"বেকার কথা বলিস না তো,সারাক্ষণ উলোট পালট কথা, ঘোরাতে নিয়ে এসেছি,এত সুন্দর পরিবেশ,উপভোগ কর, তা না করে খোটাই দিয়ে যা, এই ভাই কে....আর কোনোদিন যদি এনেছি তোকে..."
-"আরে,রাগ করিস কেন বলতো,বল না রে দাদা,কেন এই জায়গা টাই বার বার নিয়ে আসিস।" একটু অনুরোধের স্বরে বলল তানিশা,আর তখনই এক মুহূর্তের জন্য তাকালাম ওর দিকে....আর সত্যিই দেখতে পেলাম..সেই পুরোনো হাসি,সেই মিষ্টি ভাবে আমাকে মানানোর তার মুখের অভিব্যক্তি; সত্যিই আমার চোখ এড়াতে পারেনি। কিছুক্ষন পর মুখ নামিয়ে শান্ত গলায় বললাম:
- "না রে বোনু,সব কিছু জানা ভালো নয়... কেস(case) খেলে আমারই অবস্থা খারাপ হবে।"
- "বাহহ বাহ্হঃ,খুব সুন্দর,আমার কাছে কিছু জানতে চাইলে,থাকো তুমি বেশ..
আর আমি...
ঘোরাতে বললেই, এইখানেই নিয়ে আসিস,কেনো বল তো?" বললো তানিশা।
সত্যিই...অনেকদিন পর বেরোলেও আজও এই ঝিল পাড়ে বোনকে নিয়ে এলাম; সত্যি বলতে একটা আলাদাই স্মৃতি জড়িয়ে রয়েছে এই জায়গার সাথে।
বললাম-
-"আচ্ছা বোনু,আগে বল,যে তুই এটা প্রশ্ন করলি,নাকি কবিতা শোনালি!"
-"তুই যেটা ভাববি,সেটাই! আসলে কবিতার মধ্যে দিয়ে প্রশ্ন করলাম...তুই তো আবার কবি মানুষ,কবিতা বেশি ভালো বুঝিস,আর তোর বোন হিসেবে,আমিও খারাপ লিখি না,কি বলিস?"- হেসে বললো তানিশা।
সত্যিই তো,মেয়েটা ঘোরার কথা বললেই এখানে নিয়ে আসি। অন্য এতো জায়গা থাকতে এখানেই । কারণটা কি বলবো?বুঝতে কি পারবে? যদিও বয়সে দুবছরের ছোট হলেও সব কিছুই বোঝে।কিন্তু এই ব্যাপারটাই অন্যরকম! তাই একটু রাগের সহিতই বললাম -
-"বেকার কথা বলিস না তো,সারাক্ষণ উলোট পালট কথা, ঘোরাতে নিয়ে এসেছি,এত সুন্দর পরিবেশ,উপভোগ কর, তা না করে খোটাই দিয়ে যা, এই ভাই কে....আর কোনোদিন যদি এনেছি তোকে..."
-"আরে,রাগ করিস কেন বলতো,বল না রে দাদা,কেন এই জায়গা টাই বার বার নিয়ে আসিস।" একটু অনুরোধের স্বরে বলল তানিশা,আর তখনই এক মুহূর্তের জন্য তাকালাম ওর দিকে....আর সত্যিই দেখতে পেলাম..সেই পুরোনো হাসি,সেই মিষ্টি ভাবে আমাকে মানানোর তার মুখের অভিব্যক্তি; সত্যিই আমার চোখ এড়াতে পারেনি। কিছুক্ষন পর মুখ নামিয়ে শান্ত গলায় বললাম:
- "না রে বোনু,সব কিছু জানা ভালো নয়... কেস(case) খেলে আমারই অবস্থা খারাপ হবে।"
- "বাহহ বাহ্হঃ,খুব সুন্দর,আমার কাছে কিছু জানতে চাইলে,থাকো তুমি বেশ..
আর আমি...