...

3 views

Interview♥Part-04
দুপুরে খেয়ে একটা ঘুম দিলাম। শরীরটা অনেক ক্লান্ত। বিছানায় পড়তেই যেন ঘুম চলে আসল।
ঘুমটা ভাঙ্গল প্রায় শেষ বিকেলের দিকে। উঠে দেখি চারদিক আবছা অন্ধকার। বুঝলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে। মনে মনে ভাবলাম, - মা মনে হয় ডেকেছে অনেকবার। কিভাবে যে ঘুমাইছি শুনতেও পাইনি। বসে না থেকে তাড়াতাড়ি fresh হয়ে নরমাল একটা গেঞ্জি গায়ে দিয়ে বাইরে বের হয়ে গেলাম।

এলাকায় পরিচিত এক মামার চায়ের দোকান আছে । মামাটা খুব ভাল চা বানায়। আমি প্রায় সময়ই চা খেতে চলে আসি এখানে। আজও চলে এলাম। চায়ের অর্ডার দিয়ে বসলাম মাত্র ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ফোনটা বের করে দেখি unknown নাম্বার। একটু চিন্তায় পড়ে গেলাম। কে আবার আমাকে unknown নাম্বার থেকে ফোন দিবে? কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে থাকার পর রিসিভ করলাম;
-Hello...
-Hello...নিবরাজ সাহেব বলছেন?
-জি বলছি।
-কেমন আছেন?
- জি ভাল। but আপনাকে তো চিনলাম না। কে আপনি?
-কি বলেন! আমার voiceটা কি আপনার পরিচিত মনে হচ্ছেনা? মুহূর্তেই ভুলে গেলেন?
-sorry...আসলে আমি চিনতে পারছিনা।
-আমি দিয়া।
নামটা শুনে চিন্তায় পড়ে গেলাম। দিয়া নামের কাউকে চিনি বলেতো আমার মনে হয়না। নাহহ...মাথায় আসছেনা।
এদিকে আমি চুপ হয়ে আছি তাই ফোনের ওপাশ থেকে আবার আওয়াজ আসল;
- hello...আপনি কি শুনছেন?
- জি। আসলে আমি এখনও আপনাকে চিনতে পারিনি।
-নাম বলার পরও চিনতে পারছেন না!? আপনিতো দেখছি মানুষকে তাড়াতাড়ি ভুলে যান। আচ্ছা যাইহোক, আমি হলাম ঐ দিয়া যার সাথে আজ আপনি interview দিতে গিয়ে দেখা করেছিলেন। এখন চিনতে পারছেন???
- ও আপনি!!!! sorry আসলে আমি আপনার নামটা ভুলেই গেছিলাম। তাই হয়তোবা চিনতে পারিনি।
-its ok...
- তো কেমন আছেন আপনি?
-ভাল। কি করছেন?
- কিছু করছিনা। একটু বাইরে আসলাম চা খেতে।
- তাই নাকি? কেন বাসায় চা খাননা?
-আসলে..ঠিক তা না। এখানে এক মামা খুব ভাল চা বানায়। তাই প্রায় সময় এখানে চা খেতে চলে আসি।
-তাই নাকি? তাহলেতো ভালই।
-জি। আচ্ছা আমার জবটার ব্যাপারে কি কিছু হল? না মানে আপনার বসের সাথে কথা হয়েছে কিনা তা জানতে চাইলাম আর কি।
-না। তবে আপনি চিন্তা করবেন না। কথা হলে আমি আপনাকে জানাব।
- জি। ধন্যবাদ।
-আচ্ছা এখন রাখছি। পরে কথা হবে। bye..
- ok..Bye..

কথা শেষ হতেই নাম্বারটা save করে রাখলাম। যেন পরে চিনতে অসুবিধা না হয়।

To be continued...