...

4 views

গল্প: গালি যখন পুরস্কার ।
গল্প: গালি যখন পুরস্কার ।

ফ্ল্যাটে থাকি সপরিবার, যদিও আমি সপ্তাহাতে চাকরিস্থল হতে আসি যাই। আমাদের বোরিং এর জল, কোন একুয়া গার্ড কর্মীর বোঝানোতে স্ত্রী অনুপ্রাণিত হয়ে মেসিনটা কিনে রান্না ঘরে লাগিয়ে ফেল্ল । আমি দেখতাম ওটার ড্রেন পাইপ থেকে অনেকটা জল বেড়িয়ে যেতে। মেপে দেখলাম একদিন, 8 লিটার পিওর ওয়াটারের জন্য ছোট বালতির তিন বালতি জল ড্রেন পাইপ থেকে পেলাম । আমি ঐ জল দিয়ে দু চারটে জামাকাপর ধূয়ে ভাল জল দিয়ে ফাইনাল ধোয়ার পর দুটো বালতিতে বাথরুমে ভরে রেখে রবিবারের সকালে বাজার বেড়িয়েছি। একটু এদিক ওদিক গল্পগুজব করে বাজার থেকে ফিরে দরজার কলিং বেল বাজাতেই দরজা খোলার আগেই আওয়াজ কানে এলো - ঐ ক্রিমিনাল টা এসে গেছে।
আমি বল্লাম কাকে বলছ?
স্ত্রী: কিছু বুঝতে পারছনা না ? সব বালতি গুলোতে নোংরা জল ভরে যে বাইরে গেছ এখন কি হবে?
আমি: কেন হয়েছে টা কি ?
স্ত্রী: আর কিভাবে বুঝবে? এখন মাংস ধুবে কি
ঐ নোংরা জলে ? এক বালতি ভাল জল ভরে রাখার মুরদ নাই দু বালতি নোংরা জল ভরে রেখে ঘুরে বেরাচ্ছে। এখন যে ট্যাপে জল নাই রবিবারের কাজগুলো কি করে হবে শুনি?
আমি ভাবলাম জল ফুরোনোর ছিল তো ঠিক আমার ভাল কাজের সময় ই ? যাহোক ভাল কাজে বাধা আসে ,আমি তিরস্কার হজম করলাম ।
বছর দুয়েক পর 2020 গ্রীষ্মকাল, বেশ জল কষ্ট। স্ত্রী ও দেখি একুয়াগার্ড চালালে ড্রেন পাইপে বালতি পাতে।
2023 গ্রীষ্মের সময় জল সাপ্লাই কম কেননা লেয়ার কমে গেছে, মাঝে মাঝে পাওয়ার কাট। সুতরাং বুঝতেই পারা যায়।
যেহেতু আমি অবসর নিয়ে ঘরে তাই একুয়াগার্ডে বালতি ম্যানজমেন্টের কাজটা এখন আমার ই।
একদিন বালতি পেতে সন্ধেবেলা ছাদে ঘুরছি, চাঁদ দেখছি, তারা দেখছি লালচে কচি পাতা দেখছি অশ্বত্থ গাছের। ভূলেই গেলাম ঘরের বালতির কথা। যখন নামলাম সেই পূরোনো দৃশ্য দরজা খুলতে না খুলতে - একটা কাজের ও যদি ঠিক করে দায়িত্ব নিতে পারে! আমাকে অন্তত বলে তো যাবে, দেখতো কতটা জল বয়ে গেল।
আমি আবার ও হজম করলাম কেননা এ তিরস্কার আমার ভাল কাজের স্বীকৃতি ,
পরম পুরস্কার।।

**KRN**
29.04.2024,T
Writco: 30.04.2024