...

7 views

বাঙালির প্রথম পুরুষ রবীন্দ্রনাথ ❤️
রূপোর স্লেটে আঁকা জোড়াসাঁকোয় সাহিত্যের ঝুঁটি বাঁধা আছে টানা ১৬১ বছর ধরে। শান্তিনিকেতনের মাটির অঙ্কুরে আন্দোলিত বাটিকের শিল্পে আজও তোমার মুখ আর দাঁড়ির অবিকল নিদর্শন গড়ে উঠছে রাজকীয় ভাবে.....
এই মেরুন পৃথিবীর ক্লীবলিঙ্গ সংস্কৃতিতে সংসারের সিঙ্গার টিপ পরেও তুমি এক জটাধারী সন্ন্যাসী কবি,যার অবয়ব পান্নার দুর্বোধ্য ছেদে, গন্ধরাজ লেবুর কোয়ায়, ইঁটের জড়তায়,পেঁয়াজের কোষে,মাছের পটকায়,মটরশুঁটির দানায় এবং দর্শনের অসীমের সাথে বিলীন হয়ে যায়...
পান্তায় ফেনা কাটা বুদবুদের মতো ছড়িয়ে থাকে তোমার মাহাত্ম্য,যাঁকে অস্বীকার করার দুঃসাহস বাঙালি জাতির নেই....
তোমার সৃষ্ট কাব্যের প্রত্যেকটি চরিত্র জ্যান্ত রুইয়ের চোখেও আফিম ধরায়, পোকা লাগা শঙ্খে সংস্কৃতির আকর বাঁধে আর বন্য হিংস্র দেহখণ্ডে অতি সন্দর্পণে আত্মশুদ্ধি ঘটায়....
জাতি,ধর্ম নির্বিশেষে তুমি আমাদের হৃদ্ পিণ্ডের পরশপাথরে খোদিত সেই ঠাকুর,যাঁর কোনো সংজ্ঞা নেই,আকৃতি নেই,আয়তন নেই....
আছে শুধু শঙ্খচিলের ডানায় বিস্তৃত বিশুদ্ধ এক শ্রদ্ধা চেতনা.....


© সাহিত্যের নায়াগ্রা❤️