গল্প: লজ্জা(#StoryTime)
#StoryTime
(গল্প: লজ্জা)
এই গল্পটা আমি দু একজন বন্ধু বান্ধব ছাড়া কারো কাছে বলিনি যদিও এটা প্রায় 40 বছর আগের ঘটনা। কিন্তু ব্যাপার টা এমন একটা যা এখনো চালু থাকা প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট তাই বলাটা মনে হয় উচিত। তাছাড়া এখন তো খোলাখুলির জমানা, সব কিছুর ই বাজারীকরণের জমানা। আমার পড়ালেখা না জানা মায়েদের কাছে ও শুনেছি লাজ মান ভয় তিন থাকতে নাই তাই নির্লজ্জ হয়েই লিখছি।
আমরা মেট্রোরেলের একটা চাকরির মেডিক্যাল দিতে জড়ো হয়েছি প্রায় গোটা পনেরজন। সরকারি হাসপাতাল, ডাক্তার বোধহয় খুব ব্যাস্ত। অনেকক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার এলেন। কাগজপত্র মিলিয়ে নিলেন, এমনি চোখের দেখা, কোন ডিজিটাল ব্যাপার ছিলনা তখন। প্রথমে কালার ব্লাইন্ডনেশ চেক করতে একটা ডাক্তারের রুমে পাঠিয়ে দিলেন এবং বল্লেন এটা হয়ে গেলে 5 নম্বর...
(গল্প: লজ্জা)
এই গল্পটা আমি দু একজন বন্ধু বান্ধব ছাড়া কারো কাছে বলিনি যদিও এটা প্রায় 40 বছর আগের ঘটনা। কিন্তু ব্যাপার টা এমন একটা যা এখনো চালু থাকা প্রয়োজনীয় বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট তাই বলাটা মনে হয় উচিত। তাছাড়া এখন তো খোলাখুলির জমানা, সব কিছুর ই বাজারীকরণের জমানা। আমার পড়ালেখা না জানা মায়েদের কাছে ও শুনেছি লাজ মান ভয় তিন থাকতে নাই তাই নির্লজ্জ হয়েই লিখছি।
আমরা মেট্রোরেলের একটা চাকরির মেডিক্যাল দিতে জড়ো হয়েছি প্রায় গোটা পনেরজন। সরকারি হাসপাতাল, ডাক্তার বোধহয় খুব ব্যাস্ত। অনেকক্ষণ অপেক্ষা করার পর ডাক্তার এলেন। কাগজপত্র মিলিয়ে নিলেন, এমনি চোখের দেখা, কোন ডিজিটাল ব্যাপার ছিলনা তখন। প্রথমে কালার ব্লাইন্ডনেশ চেক করতে একটা ডাক্তারের রুমে পাঠিয়ে দিলেন এবং বল্লেন এটা হয়ে গেলে 5 নম্বর...