...

1 views

বিশ্বাসী পিতা মাতা
নতুন জীবনের স্বাদ তো পেয়েই চলেছে কিন্তু কখনো কি শৈশবের সেই দিনগুলোর কথা মনে পড়ে। অর্থহীন পরিবার তবুও সমাজের একটা উচ্চ বংশ মানুষ। সেই লোকটিকে ছোট গল্পের শেষ অংশে আপনি পেয়ে যাবেন। তার পরিবার না তার ছেলে পরিবার। নতুন এক পরিবার,, পরিবারের এক ছেলে ও ৫ মেয়ে এবং তার বাবা-মা। পরিবারের আর্থিক অবস্থা যতটা খারাপ ভাবছো ততটা খারাপ না এক রেডি ৩০ বিঘা সম্পত্তির মালিকানা। নিয়ে তাদের পরিবার। পরিবার ের বাবা-মা মধ্যে বাবার নাম ছিল প্রভাস চন্দ্র মন্ডল এবং মার নাম ছিল নিয়তি। নাম প্রকাশ চন্দ্র মন্ডল হলে কি হবে? তার কাজই হলো গন্ডগোল করা প্রত্যেকটা বিষয় হচ্ছে ঘটিয়ে দেখে। পরিবারের ছেলেমেয়ের া ক্রমে বড় হয়ে চলছে ছেলেমেয়েদের বিয়ের বাড়ি চলছে তবু বিয়েই বলয় নেই। তো মেয়েকে তো বিয়ে দিতে হবে তা যে হয় হোক ৫ মেয়ে মটনকে টাকা দিয়ে বিয়ে দিতে প্রস্তুত প্রত্যেক মেয়ের জন্য রেখে দিয়েছে ৫ লাখ টাকা করে। অবশেষ ে প্রত্যেক মেয়ের টাকা দাও প্রস্তুত হইল এবং বিয়েটা সম্পূর্ণ রইলো। ছেলেটা তো কম বড় না তাহাকা দেখিয়ে দিতে হবে অকালের এই যুগ। লোভী পিতা-মাতা মেয়ের জন্য পাত্রী খোঁজা প্রস্তুত নিলেন,, ছেলেটি কিন্তু মোটেও শিক্ষিত না অল্প কতক মাধ্যমিক পাস কিন্তু পিতা-মাতা চাই শিক্ষিত মেয়ে। কিন্তু অকালে সময় তো সহজে তো শিক্ষিত মেয়ে...