...

3 views

হারিয়ে কেন গেলে
আপনাকে হারিয়েছি কীনা জানা নেই,আবার ফিরে পাব কীনা সেটাও জানা নেই। তবে আপনার জন্য ভাবনাতে ব্যাস্ত ছিলাম,,, মোটামুটিভাবে চারটি বছর। বলার আছে অনেক কিছু,,,,হয়তো আপনি এটা পড়ার সময় পাবেন অথবা খুব সহজেই এড়িয়ে যাবেন,,, কিন্তু আমার এই অব্যক্ত উক্তি গুলো একমাত্র আপনারই জন্য। আমি জানি আপনি এই গ্রুপের একজন সদস্য,,,তো মোটামুটিভাবে,,, এই কথাগুলো আপনার সামনে পড়তেই পারে,,,,, তখন জেনে নিবেন আপনার প্রতি থাকা একজন উপেক্ষিত মানুষের চিন্তার পরিধিটুকু। একজন সৌভাগ্যশীল মানুষ হিসেবে প্রত্যেক মানুষের অধিকার রয়েছে , তার নিজস্ব আবেগ, অনুভূতিকে প্রকাশ করার।কিন্তু কিছু কিছু দুর্ভাগ্যের অধিকারীর ক্ষেত্রে বা স্হানভেদে সেই সব আবেগগুলো প্রকাশ করার মত সামর্থ্য সবার থাকে না। আমি সেই দুর্ভাগা,,,, জীবনে সব সময়ই নিজেকে সব প্রিয় বস্তুু অথবা ব্যাক্তিদের সংস্পর্শ হতে বঞ্চিত রেখেছি।কিন্তু সারাটাজীবনই কি আমি নিজের আকাঙ্খা হতে শত হাত দূরে থাকব!! জীবনে কী এটাই আমার চরম সত্য,,,,আর জীবনে ক্যারিয়ারে ব্যার্থ হওয়াটাই কি সারাজীবনের পরাজয়? জানি না,,,,। আমি সেকারণেই আজ আপনার কাছে কিছু চরম সত্য কথা প্রকাশ করতে চাই,,,,জানিনা আপনি আমার এই ভাবনা গুলোর অন্য অর্থ বের করবেন কীনা! তা আমার জানা নেই। তবে আমি আশা রাখি,,,,,আপনি হয়তো আমার কথাগুলোে একটু গুরুত্ব সহকারে মূল্যয়ন করবেন।আমি সেই অধিকার থেকে একটা সত্যি কথা আপনাকে বলতে যাচ্ছি,,,,, সেটা হল,,,,,"আমি সত্যিই আপনার ব্যাক্তিত্বের প্রেমে পড়েছিলাম"। আপনার সাথে আমার শেষ কথা হয় সম্ভবত ১০ এ জানুয়ারি, আর সেদিন থেকেই আমি আপনাকে আবারও খুজতে শুরু করেছি। ইতিমধ্যেই আমরা দুজনেই আমাদের জীবনের অনেক না বলা কথা দুজনের কাছে প্রকাশ করেছিলাম,,একজন অন্যজনকে জানার এবং বোঝার চেষ্টাও করেছিলাম। হয়তো বা এই সামান্য পরিচয়ে সম্পূর্ণভাবে একজন মানুষকে চেনা সম্ভবও ছিল না,কিন্তু আমার মনে হয়, আমরা দুজনেই দুজনের কাছে নিজেকে প্রকাশ করেছিলাম। ( যদিও সাময়িক কিছু ভুলে কারনে প্রকৃতি আমাদের আলাদা করেছে)সত্যি কথা বলতে আপনার সাথে কথা বলতে গিয়ে আমি অনুভব করেছি যে,,,, আমি আপনার ওপর দূর্বল, যদিও সেটা কখোনোই সম্ভব না,,,, আপনার চিন্তা- চেতনার জগৎ আলাদা। আমি হয়তো যেভাবে ভাবতে পারি,,, আপনার পক্ষে হয়তো সেভাবে চিন্তা -ভাবনা করা সম্ভব না। আপনার পছন্দ সম্পূর্ণ আলাদা।তবে কি জানেন,,, আপনি প্রথম যেদিন জানতে চেয়েছিলেন যে আমারযে আমার কোন মেয়েবন্ধু আছে কী না! আমার উত্তর টাতে হয়তো আপনি বিভ্রান্ত হয়েছেন,,,, যে একজন ছেলে কতটা নির্লজ্জভাবে নিজের সম্পর্কে এতটা স্পর্শকাতর বিষয়,,, একজন খুব প্রিয় কারও কাছে প্রকাশ করে!!! বিশ্বাস করেন,,,,আপনার সাথে যদিও আমার খুবই কম সময়ের যোগাযোগ,,, তবুও আপনাকে আমি খুব সহজেই বিশ্বাস করেছিলাম।তাই আমি আপনার কাছে নিজেকে এমনভাবে প্রকাশ করার সাহস পেয়েছি। বিশ্বাস করেন,,,, আমি কখোনোই ভাবতে পারিনি,,, এই পৃথিবী আমার অনুভূতির মূল্য দিতে পারে?,,,, এইটাকে যে কখোনো আপনি সহজভাবে মেনে নিতে পারবেন,,,,, এটা ছিল আমার ধারনার বাহিরে। তবুও আপনি আমার অনুভূতির কথা জানতে চেয়েছেন,,,, এতে আমি প্রচন্ডরকম খুশি। আমি এর আগে কখোনোই হ্যা,,,, কখোনোই আমার মনের এই লুকানো অনুভূতির কথা এই বিশাল পৃথিবীর কাছে প্রকাশ করি নাই,,,,এর পরিবর্তে নিজেকেই খুব ঘৃনিত মনে হত। আপনিই সেই মানুষ, যিনি আমাকে আশ্বস্ত করেছেন যে,,, এই পৃথিবীতে আমার অনুভূতির ও মূল্য আছে!! এককথায়, আমি আপনার ব্যাক্তিত্বে অভিভূত! আপনাকে আমি কখোনোই হারাতে চাই না। কিন্তু দেখেন দিনশেষে আাপনি উত্তর মেরুর বাসিন্দা আর আমি থেকে গেলাম দক্ষিণে। আপনার গুরুত্ব আমার কাছে অনেক।আপনাকে বললে, আপনি হয়তো আমাকে বিশ্বাস করবেন না,যে,,,,,,, "আপনার সাথে অল্পকিছুক্ষন গল্প করার জন্য, আমি সারাটাদিন অধীর আগ্রহে অপেক্ষায় থাকতাম এমনকি এখনও প্রতিনিয়ত আাপনার ফেবু আইডিতে একবার চোখ বুলিয়ে আসি" পৃথিবীর এমন কেউ নেই যে,,,, সে আমার কাছে থেকে আপনার প্রতি থাকা এই অনুভূতিকে ছিনিয়ে নিতে পারে। যতক্ষন আপনি আমার সাথে কথা বলতেন,,,, আমার মনে হত,,,, এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি,, কিন্তু যখনই আপনি বলতেন য যে -আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে,,,,আপনি আর বেশীক্ষণ আমার সাথে গল্প করতে পারবেন না। তখন আমার মনে হত,,, আপনি হয়তো আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছেন।!!!!এককথায়,,, আপনাকেই নিয়ে আমি সবসময় ভাবতে থাকতাম,,, এমনকি আপনাকে আজ পর্যন্ত ভুলতে পারি নি। যাহোক,,, আমি আপনার প্রতি থাকা এই অনুভূতি টুকু প্রকাশ করলাম। আপনার সাথে আমার সমুদয় যোগাযোগ বন্ধ হওয়ার কারনে এখানেই আপনার জন্য লেখাটি রেখে দিলাম,,,,, দয়া করে,,, আমাকে ভুল বুঝবেন না। সত্যিই আপনার প্রতি থাকা এই অনুভূতিটুকু সত্যিই আলাদা। আবারও বলছি,,,আমাকে ভুল বুঝবেন না। তবু্ও যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি,,, সেজন্য আমি আপনার নিকট, ক্ষমাপ্রার্থী।মানুষের জীবনে সংকটময় পরিস্থিতি আসতেই পারে,,,,ভুল বোঝাবুঝি হতেই পারে,,,, কিন্তু তাই বলে আপনি আমাকে যে শাস্তিটুকু দিয়ে যাচ্ছেন,,, সত্যিই কি আপনার মনে হয়,,,, "এমন শাস্তি পাওয়ার যোগ্য আমি?" আজ আর আমাদের অপরিনত বয়সের ভাবনাগুলো নেই,,, আজ এতদিন পরে বলতেই পারি যে আমরা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার মত পরিনত,,,,তাহলে কেন এভাবে নিজেকে লুকিয়ে রেখেছেন। আপনাকে খুজতে খুজতে এখন আমি ক্লান্ত।।
শেষ পর্যন্ত একটি কথাই বলতে চাই,,,, আপনার জন্য আমি অপেক্ষায় রইলাম। নতুন কোন মানুষকে জীবনে জড়াতে এখন আার পারব না। জানেন তো- যে প্রান সারাটিক্ষন অথৈ সমুদ্রে স্নান করে অভ্যস্থ,,, সে কখোনোই ক্ষুদ্র পুস্করণীতে সাতার কাটতে পারে না। আমার অবস্থা মোটাদাগে একই রকম। আপনাকে ছাড়া,,,, আমি অসম্পূর্ণ। একটাই,,, আবেদন আপনি ফিরে আসুন।

ইতি,
আপনার ভাষ্যনুযায়ী,,,,"নিষ্ক্রিয় আত্না"