এক রহস্যময় স্টেশন
লেখক : সায়ন পাত্র
স্টেশনে নাকি ভুতের আড্ডা। কথাটা শুনে অবাক হলেন না ? আবার হয়তো অনেকের হাসিও পাচ্ছে। ঠিকই শুনেছেন। ঘটনাটা ঘটেছিল আজ থেকে সাত বছর আগে যখন আমার পোস্টিং হয় রায়নগর স্টেশনে। সেই ঘটনাটাই আমি আজ আপনাদের সঙ্গে সেয়ার করতে চলেছি ?
রায়নগর স্টেশনটা মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার পথে অন্যতম স্টেশন। অনেক পুরানো স্টেশন। তবে আশে পাশে তেমন কোন বসতি নেই। শুনেছি এই স্টেশনে নাকি কি সব ভুতুড়ে কান্ড ঘটে। তিন চারটে লাশও নাকি পাওয়া গেছে। তাই কারোর পোস্টিং হলে কোনো স্টেশন মাস্টারি এক্সেপ্ট করেনা। কিন্তু আমার বাপু ওসব ভুত বিশ্বাস হয় না। আমার কাছে যখন মনজিতবাবুর চিঠি এসেছিল তার ঠিক এক সপ্তাহের মধ্যে আমি জিনিসপত্র গুছিয়ে চলে গিয়েছিলাম। আগের স্টেশন মাস্টার আমাকে দেখে বললো, " তুমি তো বোধ হয় নতুন নয় এই কাজে? তবে তোমাকে একটা সাবধান করে যাচ্ছি এই স্টেশনটে একটু সাবধানে থেকো। সন্ধের পর থেকে একদম বেরুবে না। এখানে প্রচুর শেয়ারের উপদ্রব। প্রতিদিন জল আর খাবার ট্রেনের চালক অরবিন্দু তোমাকে দিয়ে দেবে।" আমি ঠিক মতো আমার কাজ বুঝে নিলাম। শেষে একবার ওনাকে জিঞ্জেস করলাম, " আচ্ছা আপনি এখানে কখনো ভুত দেখেছেন ? " আমার প্রশ্ন শুনে তিনি একটু থতমত খেয়ে বললেন , " নিজের চোখে হয়তো দেখিনি কিন্তু প্রায় ভুতুড়ে আওয়াজ শুনেছি। গত সপ্তাহে...
স্টেশনে নাকি ভুতের আড্ডা। কথাটা শুনে অবাক হলেন না ? আবার হয়তো অনেকের হাসিও পাচ্ছে। ঠিকই শুনেছেন। ঘটনাটা ঘটেছিল আজ থেকে সাত বছর আগে যখন আমার পোস্টিং হয় রায়নগর স্টেশনে। সেই ঘটনাটাই আমি আজ আপনাদের সঙ্গে সেয়ার করতে চলেছি ?
রায়নগর স্টেশনটা মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার পথে অন্যতম স্টেশন। অনেক পুরানো স্টেশন। তবে আশে পাশে তেমন কোন বসতি নেই। শুনেছি এই স্টেশনে নাকি কি সব ভুতুড়ে কান্ড ঘটে। তিন চারটে লাশও নাকি পাওয়া গেছে। তাই কারোর পোস্টিং হলে কোনো স্টেশন মাস্টারি এক্সেপ্ট করেনা। কিন্তু আমার বাপু ওসব ভুত বিশ্বাস হয় না। আমার কাছে যখন মনজিতবাবুর চিঠি এসেছিল তার ঠিক এক সপ্তাহের মধ্যে আমি জিনিসপত্র গুছিয়ে চলে গিয়েছিলাম। আগের স্টেশন মাস্টার আমাকে দেখে বললো, " তুমি তো বোধ হয় নতুন নয় এই কাজে? তবে তোমাকে একটা সাবধান করে যাচ্ছি এই স্টেশনটে একটু সাবধানে থেকো। সন্ধের পর থেকে একদম বেরুবে না। এখানে প্রচুর শেয়ারের উপদ্রব। প্রতিদিন জল আর খাবার ট্রেনের চালক অরবিন্দু তোমাকে দিয়ে দেবে।" আমি ঠিক মতো আমার কাজ বুঝে নিলাম। শেষে একবার ওনাকে জিঞ্জেস করলাম, " আচ্ছা আপনি এখানে কখনো ভুত দেখেছেন ? " আমার প্রশ্ন শুনে তিনি একটু থতমত খেয়ে বললেন , " নিজের চোখে হয়তো দেখিনি কিন্তু প্রায় ভুতুড়ে আওয়াজ শুনেছি। গত সপ্তাহে...