ভালোবাসা
এমনই এক বর্ষার দিনে রাই আর আনন্দের দেখা হয়েছিল কলেজ স্ট্রিটে।দুজনই বই কিনতে গিয়ে একটি বই কিছুতেই পাচ্ছিল না।কফিহাউজের কাছে একটি ছোট্ট দোকানে সেই বইটি পায় তারা,কিন্তু তাও এক কপি।বড় সমস্যায় পড়ে তারা,কিন্তু কিছু করার নেই বইটা সত্যই দরকার দুজনেরই। এসব ভাবতে ভাবতেই আবার আচমকা বৃষ্টি নামে।মাথা ও বই বাঁচাতে তাড়াতাড়ি আশ্রয় নেয় তারা কফিহাউজে।সেখানে বৃষ্টির কারণে ততক্ষণে ভিড় জমে গেছে।সব টেবিলই ভর্তি।কেবল দুজনের একটা ছোট টেবিল ফাঁকা ছিল।সেখানেই বসে তারা,দুটি কফির অর্ডার দিয়ে,নিজেদের মধ্যে একটু কথা শুরু করে তারা,আনন্দ প্রথম জিজ্ঞেস করে," কি করেন আপনি?"রাই জানায়,সে একটি বেসরকারি স্কুলের...