...

7 views

জন্মের সুখ ❤️
আমার হৃদ্ পিণ্ডে একটা ফেয়ারি টেলের কিংডম আছে।
যেখানে স্বপ্নগুলো পোস্তের দানার মতো বাসা বাঁধে।
কখনো কখনো আবার আতপচালের গন্ধে সিভিলাইজেশনের সূচনা হয়।
আর এভাবেই হঠাৎ করে একদিন রাজধানীতে সিলভার মুনের অনুপ্রবেশ ঘটে।
এবং,সেই আনন্দে পদ্মপাতায় মাছের ঝোল পরিবেশন করা হয়।
ধীরে ধীরে দুঃখগুলো ক্ষীরের বার্বিতে জমাট বেঁধে যায়।
সুখের এক্সপ্রেস ছুটে যায় ঈশপের গল্প থেকে আরব্য রজনী অব্দি।


© সাহিত্যের নায়াগ্রা ❤️